Barrackpore Trunk Road: বদলে যাবে বিটি রোড! শুরু সম্প্রসারণ ও সংস্কারের কাজ, খরচ কত?

।। প্ৰথম কলকাতা ।।

Barrackpore Trunk Road: দুর্গাপুজোর আগে থেকেই যাবতীয় প্রস্তুতি শুরু করেছিল প্রশাসন। সেই মতো বড়দিন মিটতেই আজ থেকে শুরু হচ্ছে বিটি রোড সংস্কারের কাজ। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে অন্যতম ব্যারাকপুর ট্রাঙ্ক রোড অর্থাৎ বিটি রোড। এই রোড ধরেই নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনার মতো বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন কলকাতায়। এবার সোদপুর ট্র্যাফিক মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত অংশে নতুন করে রাস্তা চওড়া করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। সম্প্রসারিত করা হবে চার লেনের রাস্তাকে ছয় লেনের রাস্তায়। শুধু তাই নয়, জানা গিয়েছে, টালা ব্রিজ থেকে সোদপুর অবধি ১১ কিলোমিটার স্ট্রেচের রাস্তার বিভিন্ন অংশ মেরামত করা হবে ।

বিটি রোডের দু’পাশের রাস্তা চার মিটার করে চওড়া করে ছয় লেনের রাস্তা করা হবে। দুই অভিমুখেই সাড়ে এগারো মিটার করে রাস্তা চওড়া হবে। এমনকি ডানলপ থেকে সোদপুরের ধাঁচে রাস্তার মাঝের লোহার রেলিংয়ের ডিভাইডার সরিয়ে বুলেভার্ড ডিভাইডার করা হবে। যেখানে লাগানো হবে বিভিন্ন ধরনের গাছ। নির্দিষ্ট ওই অংশে নতুন করে আলোয় রাস্তা সাজানো হবে।

পূর্তমন্ত্রী পুলক রায় বিটি রোড সম্প্রসারণ নিয়ে বলেন, মোট ৮৮ কোটি টাকা খরচ হবে। এই রাস্তা সম্প্রসারণ ও সংস্কার শেষ হলে মানুষের অনেকটাই সুবিধা হবে। রাস্তা চওড়া হলে যানজট সমস্যা যেমন কমবে, তেমনি দুর্ঘটনাতেও লাগাম টানা সম্ভব বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষজন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version