।। প্রথম কলকাতা ।।
BSF Rescued Phensedyl: ফের ভারতের সীমান্তে দায়িত্বে থাকা জওয়ানরা (BSF) পাচারকারীদের পরিকল্পনা সফল হতে বাধা দিল। ভারতের সীমানা (Border) পেরিয়ে কয়েকশো বোতল ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পাচারকারীদের পাকড়াও করল দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে থাকা ১৪১ ব্যাটেলিয়ানের সীমান্ত চৌকি খাসমহল ও মেঘনার জওয়ানরা। এছাড়াও একাধিক সীমান্ত চৌকি থেকে জাওয়ানরা বহু ফেনসিডিলের (Phensedyl) বোতল উদ্ধার করেন। যাদের বর্তমান বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকারও বেশি।
গতকাল অর্থাৎ ২১শে ডিসেম্বর ১৪১ ব্যাটেলিয়ান সীমান্ত খাসমহল ও মেঘনার জওয়ানরা তাদের এলাকা থেকে ৭৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। অন্যান্য একাধিক ঘটনা থেকে জানা যায়, একই রকম ভাবে সীমান্ত চৌকি আশারিদাহ ৩৫ ব্যাটেলিয়ান, সীমান্ত চৌকি বিজয়পুর ৫৪ ব্যাটালিয়ন, সীমান্ত চৌকি ডোবারপাড়া ১৫৮ ব্যাটেলিয়ানের জাওয়ানরা যে সকল এলাকাগুলিতে দায়িত্বে ছিলেন সেখান থেকেও উদ্ধার করেন মোট ৫০৮টি ফেনসিডিল ভরা বোতল।
ওই সমস্ত ফেনসিডিল বোতলের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬৬ হাজার ২৭৮ টাকা বলে জানানো হয়েছে। এদিকে যে সকল ফেনসিডিলের বোতল গুলি বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলি সীমান্ত রক্ষীদের তরফ থেকে হস্তান্তর করা হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) পুলিশ থানা সাগরপাড়া এবং লালগোলাকে। একই রকম ভাবে নদিয়ার (Nadia) হুগলবেরিয়া এবং উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) পুলিশ থানা গাইঘাটায় ফেনসিডিলের বোতল গুলি ফিরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, গত মাসে দক্ষিণবঙ্গ সীমান্তের সীমা চৌকি নওয়াদা ৭০ ব্যাটেলিয়ানের জাওয়ানরাও ২৭২ টি ফেনসিডিলের বোতল উদ্ধার করেন এক চোরা কারবারীর কাছ থেকে। সেগুলি ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল।
দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র জানান, চোরাকারবারীরা যাতে তাদের অসৎ উদ্দেশ্যে সফল হতে না পারে তার জন্য সদা সতর্ক বিএসএফ জওয়ানরা। এছাড়াও এই চোরাকারবারীদের দৌরাত্ম্য কমাতে বর্তমানে বিএসএফ এবং স্থানীয় পুলিশ একযোগে কাজ করছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম