Gita Path at Brigade: ব্রিগেডের গীতাপাঠের আসর শুরু নজরুলের গান দিয়ে, কেমন থাকছে আয়োজন ?

।। প্রথম কলকাতা ।।

Gita Path at Brigade: বছর শেষ হলেই বেজে যাবে লোকসভা ভোটের দামামা। তার আগে বাংলায় হিন্দুত্বের আবেগকে তুঙ্গে তুলতে কোমর বেঁধেছে গেরুয়া শিবির। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর বসিয়ে এর শুভসূচনা হতে চলেছে এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্রিগেডের এই অনুষ্ঠানে হাজির করানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ব্রিগেডে লক্ষ কন্ঠে উচ্চারিত হবে গীতার শ্লোক। একসঙ্গে বাজানো হবে ৫০ হাজারেরও বেশি শঙ্খ। সব মিলিয়ে উদ্যোক্তারা বদ্ধপরিকর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই অনুষ্ঠানের নাম তুলতে।

উল্লেখ্য, কাজি নজরুলের লেখা ‘হে পার্থ-সারথি..বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ এই গানে শুরু হবে ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। বাজবে পঞ্চাশ হাজার শঙ্খও। আর এই আসরে তৈরি হওয়া আবেগকে পুঁজি করে রাজ্যে হিন্দুত্বের ঝোড়ো হাওয়া তুলতে প্রাচীন মঠ ও মন্দিরের পুনর্জাগরণে গ্রামে গ্রামে ঘুরবেন গৈরিক বসন পরিধারী সাধু-সন্তের দল। জানা গেছে, মূল মঞ্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আসন রাখা হচ্ছে। তবে এই মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনও রাজনীতিবিদ বা সাংসদ-বিধায়ক স্থান পাবেন না। সেখানে থাকবেন শুধুমাত্র সাধু-সন্তরাই।

রাজনৈতিক ভাবে বিজেপি এই গীতাপাঠের আসরের আয়োজন না করলেও, লোকসভা নির্বাচনের আগে বঙ্গে হাওয়া তুলতে যে ভালো মতই উদ্যোগী গেরুয়া শিবির তা ভালোই আভাস পাওয়া যাচ্ছে। আর এই নিয়ে তৃণমূলের নেতাদের মুখে কটাক্ষের সুর, তাঁদের কথায়, ‘বিজেপি ধর্ম টিকিয়ে রাখতে চায়। তবে গীতাপাঠ করে কিছু হবে না। আমরা পাণ্ডব, ওরা কৌরব।’

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version