ব্রিকসে চীন চাপে পড়ল মোদীর নয়া ঘুঁটিতে! ডেপসাংয়ের প্রতিশোধ কূটনীতির খেলায়?

।। প্রথম কলকাতা ।।

ব্রিকসে আগে চীন নিজের বিপদ নিজে ডাকল মোদীর হাতে বড় ঘুঁটি জিনপিংকে বদনাম করার। আন্তর্জাতিক মঞ্চে মোদী জিনপিংকে সাবধান করবেন। পাল্টা দেওয়ার মুখ থাকবে তো বেজিংয়ের। চীন কতটা নোংরা গেম খেলে ভারত ফাঁস করবে। ব্রিকসের মঞ্চেই মুখ থুবড়ে পড়তে পারে বেজিংয়ের সব স্ট্র্যাটেজি। চীন ডেপসাং থেকে সেনা সরাতে চাইল না বিশ্বের সামনে এই তথ্য কি ফাঁস করে দেবে এবার ভারত। বড় সুযোগ নরেন্দ্র মোদীর কাছে মনে করছে কূটনৈতিক মহলের এক অংশ। কিন্তু তাতে কী সত্যি কোনও অস্বস্তিতে পড়বেন শি জিনপিং পড়বেন না সেই গ্যারান্টিই বা কে দিচ্ছে? জিনপিং চেয়েছিলেন এবারের ব্রিকস থেকে পশ্চিমাদের বড় বার্তা দেওয়ার চীন চাইবে তাদের ঐক্য দেখাতে কিন্তু ভারত যদি বেঁকে বসে তাহলে? কারণ ভারতেরই ক্ষতি করে আদতে ভুয়ো ঐক্য দেখিয়ে লাভ কি? বিশেষজ্ঞরা বলছেন এবার পরিস্কার হচ্ছে চীনের সেনাপ্রমুখ সঙ্গে বৈঠক করেও কোনও লাভ হবে না জেনেও কেন দিল্লি লাদাখের মাটিতে এই মিটিং করল?

বারবার সব জায়গায় খবর হল ভারত-চীন বৈঠক ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থতা থেকেও যে কূটনৈতিক সবক শেখানো যায় হয়ত এবার সেটারই প্রস্তুতি নিচ্ছে দিল্লি। এই সুযোগটার কি তাহলে অপেক্ষা করছিলেন নমো। চীনের এবারের মূল ফোকাস ন্যাটোকে বার্তা দেওয়া কিন্তু ভারত আমেরিকার বন্ধু দেশ তাই চীনকে বেশি বাড়াবাড়ি করতে কখনই দেবে না। তথ্য বলছে ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে এবারের ব্রিকস সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় যাবেন জোটের অন্যতম সদস্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরের মার্চ মাসে রাশিয়ায় রাষ্ট্রীয় সফরের পর এটি হবে তার দ্বিতীয় আন্তর্জাতিক সফর।

এদিক থেকে নরেন্দ্র মোদীও পুরোপুরি প্রস্তুত ব্রিকসে পা রাখতে। কূটনৈতিক মহলের দাবি ব্রিকসে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট নিয়ে কোনও কথা তুলুক বা না তুলুক। মোদীর হাতে ঘুঁটি থাকবে চীনকে রীতিমত ্হুঁশিয়ারি দেওয়া। তাও সেটা বাকি দেশগুলোর সামনে এক্ষেত্রে একটা তথ্য দিয়ে রাখব। এবারের ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্রিকস আফ্রিকা আউটরিচ অ্যান্ড ব্রিকস প্লাস ডায়ালগের অংশ হিসেবে বাংলাদেশকে সংলাপের অংশীদার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার দেখার ভারত ব্রিকসে কীভাবে বদলা তোলে ডেপসাং ইস্যুর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version