World Trade Centre: কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা, তৈরি হবে প্রচুর কর্মসংস্থান!

।। প্রথম কলকাতা ।।

World Trade Centre: আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Centre) একটি শাখা তৈরি হতে পারে কলকাতায় (Kolkata)। আর এই বিষয়ে ২১শে মার্চ মঙ্গলবার (Tuesday) মউ স্বাক্ষর করবে রাজ্য সরকার (WB Government)। কলকাতায় নিউ টাউনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা কার্যালয়টি তৈরি হবে প্রায় ৩৫ লক্ষ বর্গফুট জমিতে। এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা। কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে প্রায় হাজার হাজার। সরকারির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ৬ই মার্চ বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দিতে এসে কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা খোলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোনা যায়, কলকাতায় আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কর্তারা একটি শাখা খুলতে আগ্রহী। এর মাধ্যমে তারা কলকাতা থেকে ভারতের পূর্বাঞ্চলে রাজ্যগুলির সঙ্গে বাণিজ্যের কার্যক্রম আরো সহজ ভাবে সম্পন্ন করতে পারবেন। এই বিষয়টি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বিষয়টি রাজ্যের প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়। তারপরেই নবান্ন জানায় এই বিষয়ে একটি মউ স্বাক্ষর করা হবে। যদি কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হয় তাহলে ভবিষ্যতে নতুন আশার আলো দেখা দিচ্ছে। চলতি বছরের নভেম্বর মাসের ২১ থেকে ২৩ তারিখের মধ্যে বিজিবিএস হতে চলেছে। যেখানে অংশ নেবেন বিভিন্ন দেশের বৈদেশিক বাণিজ্য মহলের কর্মকর্তারা। কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে বাণিজ্য মহলের প্রতিনিধিদের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

নিউটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থাকলে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সরকারি সংস্থার সঙ্গে বাণিজ্যের পথ আরও সুগম হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে বাণিজ্য সুযোগ বাড়বে। মঙ্গলবার ২১ শে মার্চ কলকাতায় আসার কথা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রতিনিধিদের। তারা মউ স্বাক্ষর করতে আসবেন। মনে করা হচ্ছে, কলকাতায় তৈরি এই শাখা অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ পূর্বাঞ্চলের সঙ্গে রাজ্য সরকারের বাণিজ্য সংযোগ আরও মজবুত হতে চলেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version