Malda Bomb Blast: বলের বদলে হাতে এল বোমা! বিস্ফোরণের জেরে জখম দুই শিশু

।। প্রথম কলকাতা ।।

Malda Bomb Blast: দিনে দুপুরে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে ফের একবার আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হল মালদায়। বল ভেবে কুড়িয়ে আনা বোমা ফেটে গুরুতর জখম হল দুই শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার মানিকচক থানার অন্তর্গত বালুটোলা এলাকায়। স্থানীয় বাঁশবাগান থেকে ওই বোমা বাচ্চা দুটি কুড়িয়ে এনেছিল বলে জানা যায় পরিবার সূত্রে। লোকালয়ে এমন বোমা পড়ে থাকার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

আহত এক শিশুর মা জানান, মঙ্গলবার আসিরুল ইসলাম এবং আব্দুল মোমিন নামে দুই শিশু বাড়ির কাছেই খেলা করছিল। সম্পর্কে তা্রা দুই ভাই। এরপর স্থানীয় বাঁশ বাগানে বলের মতো দেখতে একটি জিনিস পড়ে থাকতে দেখে তাঁরা। সেটিকে তুলে বাড়িতে নিয়ে আসে দুজনে। পরবর্তীতে বাড়ির কেউ সেটি দেখে বোমা বলে ভাবতে পারেননি। বলের মতো দেখতে বস্তুটিকে ফেলে আসার সিদ্ধান্ত নেয় ওই শিশুরাই। আর সেই সময়তেই তীব্র শব্দ শুনতে পাওয়া যায়।

জানা যায়, সেটি আসলে বোমা ছিল। কী ভাবে ওই বোমা সেখানে এল এই সম্পর্কে একেবারেই অন্ধকারে তাঁরা। এর আগে কাঁকিনাড়া, নরেন্দ্রপুর, মিনাখাঁ, কুলপির মত এলাকায় একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল মানিকচকের নাম। পূর্বেও কুলপির ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল দুই কিশোর। অন্যদিকে, কিছুদিন পূর্বেই কুলপি থানার অন্তর্গত এলাকায় দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ক্রমশ বোমার এই সহজলভ্যতা বর্তমানে আতঙ্ক সৃষ্টি করছে সাধারণ জনগণের মধ্যে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version