Bloodline Plus : সাহায্যের হাত বাড়াবে ‘ব্লাডলাইন প্লাস’ অ্যাপ, শহরের বুকে হবে না রক্তসঙ্কট

।। প্রথম কলকাতা।।

Bloodline Plus : কথায় আছে রক্তদান মহৎ দান । রক্ত হল এমন একটি জিনিস যা শুধুমাত্র টাকার বিনিময়ে খুব সহজে পাওয়া যায় না। রোগীর চিকিৎসার জন্য টাকার বিনিময়ে উন্নত পরিষেবা, দামী ওষুধ , ভালো নার্সিংহোম সব কিছুরই ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু সঠিক রক্ত না মিললে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে সেই রোগী। পরিবারের একাধিক সদস্য রোগীর কাছে থাকলেও সেই সময় রক্তের গ্রুপ না মিললে রোগীকে বাঁচানো সম্ভব হয় না । হন্যে হয়ে ঘুরতে হয় ব্লাড ব্যাঙ্কে ( Blood Bank) । জলের স্রোতের মতো বেরিয়ে যায় টাকা। কিন্তু তারপরেও রক্তদাতা খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এইরকম পরিস্থিতি থেকে শহর কলকাতাকে ( Kolkata) মুক্তি দিতে তৈরি হয়েছে একটি অ্যাপ্লিকেশন।

‘ব্লাডলাইন প্লাস’ (Bloodline Plus) নামক এই অ্যাপটি তৈরি করা হয়েছে কলকাতার রোটারি ক্লাবের উদ্যোগে । এর মাধ্যমে যে কোন রোগীর পরিবারের সদস্যরা রক্তদাতা খুঁজে পেতে পারবেন খুব সহজে । এমনকি নিজের লোকেশনের ২০ কিলোমিটারের মধ্যেই রক্তদাতা খুঁজে দিতে সাহায্য করবে ব্লাড লাইন। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় , রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট (২০২১-২২) শেখর মেহতার কথায়, এই অ্যাপ্লিকেশনটিতে ২০ হাজারেরও বেশি রক্তদাতাদের খোঁজ পাওয়া যাবে। আর তাঁরা সকলেই কলকাতার।

এই অ্যাপ্লিকেশনটিতে রক্তদাতাতে ( Blood Donor) রেজিস্ট্রেশন করতে হবে । তাদের সম্পর্কিত আরও তথ্য রেজিস্ট্রেশনের পরেই সংযুক্ত করা হবে অ্যাপ্লিকেশনে। উদ্যোক্তাদের ধারণা, এই অ্যাপের মাধ্যমে গোটা শহরে রক্তের জন্য মানুষকে ছুটে বেড়াতে হবে না।

কীভাবে কাজ করবে অ্যাপ্লিকেশনটি ?

অ্যাপ নির্মাতাদের তরফ থেকেই জানানো হয়েছে এই অ্যাপ্লিকেশনের কার্যকারিতা সম্পর্কে । তাদের কথায়, কোন রোগীর যদি O+ গ্রুপের রক্তের প্রয়োজন হয় এবং ব্লাড ব্যাঙ্কে সেই রক্ত না পাওয়া যায় তাহলে রোগীর পরিবার ব্লাড লাইন অ্যাপের সাহায্য নিতে পারেন। তাঁরা ওই অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের রক্তের জন্য আবেদন করতে পারেন। যখনই তিনি আবেদন করবেন তখনই ওই অ্যাপ্লিকেশনে আগে থেকে রেজিস্টার হয়ে থাকা রক্তদাতাদের কাছে একটি করে অ্যালার্ট নোটিফিকেশন চলে যাবে। রোগীর কাছাকাছি যদি কোন দাতা থাকেন তাহলে তিনি গিয়ে রক্ত দান করতে পারবেন। রোগীর পরিবারও তাকে রক্তদানের জন্য আবেদন করতে পারেন। অ্যাপ নির্মাতাদের দৃঢ় বিশ্বাস ব্লাড লাইন প্লাস অবশ্যই আগামী দিনে বহু মানুষের রক্ত খোঁজার সমস্যা দূর করতে সাহায্য করবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version