Cyclone Tej: সাগরের বুকে ফুঁসছে তেজ, পুজোর মাঝেই ল্যান্ডফল, কতটা রিস্কে বাংলা?

।। প্রথম কলকাতা ।।

Cyclone Tej: সাগরের মাঝে ফুঁসছে তেজ। পুজোর মাঝেই ল্যান্ডফল? সাইক্লোনিক সার্কুলেশন এর চক্রব্যূহে আটকে যাচ্ছে ভারত? বাংলা নাকি গুজরাট, রিস্ক বাড়ছে কার? সিভিয়ার সাইক্লোন স্টর্ম তেজ কতটা ভয়ংকর? আন্দাজ করতে পারছেন? কবে, কোথায় আছড়ে পড়বে বিধ্বংসী এই সাইক্লোন? আইএমডি-র আশঙ্কায় ছুটছে ঘুম। বড় খেল দেখাবে তেজ। ভয় পাওয়ানো উদ্দেশ্য নয়, সচেতন করার লক্ষ্যে এই রিপোর্টে জানানোর বোঝানোর চেষ্টা করব আইএমডি ঠিক কি আশঙ্কা করছে?

নবমীতেই কী ঘটবে সর্বনাশ? আরব সাগরের বুকে সমুদ্রবক্ষে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। শনিবারের পর থেকে যে ঘূর্ণিঝড় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রবিবার তেজ আরো শক্তি বাড়িয়েছে ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে তেজ। আর তাতেই বাড়ছে চিন্তা। বাংলা নাকি গুজরাট? কোথায় আছড়ে পড়বে তেজ? তছনছ হয়ে যাবে দুর্গাপুজো? আইএমডি বলছে, প্রথমে মনে করা হয়েছিল এই সাইক্লোন গুজরাটে ল্যান্ডফল করবে কিন্তু এখন যে গতিপথে ঘূর্ণিঝড়টা এগোচ্ছে, তাতে ওমান ও ইয়েমেনে তেজের আছড়ে পড়ার চান্স বেশি। এই দুই দেশের উপকূলে তেজের প্রভাব পড়বে সবথেকে বেশি।
তবে, ঘূর্ণিঝড় তেজের কারণে আগামী ২৩ অক্টোবর কেরালায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মাঝে মাঝে বইতে পারে দমকা বাতাসও। ২৪ অক্টোবর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় দমকা বাতাস সঙ্গে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তেজের গতিবেগ কত হতে পারে আন্দাজ আছে? একটি সাইক্লোনকে ঘূর্ণিঝড় তখনই বলা হয় যখন সেটির গতি ৬২-৮৮ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হয়। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮৯-১১৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছালে এটিকে গুরুতর ঘূর্ণিঝড় বলা হয়। এখন দেখার সিস্টেমটা আরো কতটা জোরালো হয়, তেজের গতিবেগ কত হয়?
কতটা দম দেখাতে পারে এই ঘূর্ণিঝড়। নবমীর রাতে অর্থাৎ ২৩ অক্টোবর সাইক্লোন তেজ আছড়ে পড়বে ইয়েমেন ও ওমান সীমান্তে। বাংলার এ বিষয়ে চিন্তার কারণ নেই। এমনকি ভারতের কপালেও দুশ্চিন্তার ভাজ ফেলবে না সাইক্লোন তেজ। ভারতের দেওয়া নাম তেজ গুজরাটেও কোনও এফেক্ট ফেলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ, আইএমডি মানে ইন্ডিয়া মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট এর তরফে জানানো হয়েছে,

দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ অলরেডি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে
এই ঘূর্ণিঝড়টা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে
গুজরাটের আবহাওয়া আগামী ৭ দিন শুষ্ক থাকবে। তবে, আরব সাগরের পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের জেরে নবমী থেকে একাদশী পর্যন্ত বৃষ্টি হতে পারে ওড়িশার উপকূলে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে এলে দুর্গাপুজোর শেষের দিকে বাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে। নবমী থেকে দ্বাদশী, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version