Bjp: ক্ষতিগ্রস্ত চাষিদের নিয়ে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বিজেপি, হুঁশিয়ারি বড়সড় আন্দোলনেরও

।। প্রথম কলকাতা ।।

Bjp: রাজ্যে শোচনীয় অবস্থা কৃষকদের। কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছে না। এমনকী, তাদের দাবি প্রতিবাদ করতে গেলে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে। রাজ্য সরকারের এই ভূমিকার বিরুদ্ধেই আন্দোলনে নামছে বিজেপি। আগামী সোমবার বিজেপির কিষান মোর্চা লাগাতার অবস্থান বিক্ষোভ করবে বলে জানা গিয়েছে। রাজ্যজুড়ে মহকুমা শাসকের দফতরের সামনে ধর্না- অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি। সরকার যদি কৃষকদের স্বার্থে অবিলম্বে কোনও রকম প্রয়োজনীয় পদক্ষেপ না করে তাহলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে কিষান মোর্চা।

অকাল বৃষ্টিতে রাজ্যজুড়ে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে রাজ্যের বিস্তৃণ এলাকার চাষিদের। এই মর্মে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে জেলায় জেলায় ক্ষতিপূরণের দাবিতে এবার পথে নামছে বিজেপির কিষান মোর্চা। গোটা রাজ্যজুড়ে চলেছে টানা দুদিন লাগাতার বৃষ্টি। চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। গাছ পচতে শুরু করেছে। জমিতে থাকা ফসল তোলার আগেই শেষ। জল থইথই করছে ধান সহ নানা ধরনের সবজি খেতে। মিগজাউমের পরোক্ষ প্রভাবে রাজ্যে লাগাতার বৃষ্টির ফলে মাঠেই নষ্ট ধান, আলু, সর্ষে সহ অন্যান্য ফসল। ফলে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। সরকারের তরফ থেকে তেমন কোনো সাহায্য না মেলে না বলে অভিযোগ তাদের। ফলে আরও চিন্তায় কৃষকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আসন্ন ২৪-এর লোকসভা নির্বাচন। তার আগেই কৃষকদের মন পেতেই বাংলায় পদ্ম শিবির ‘কৃষক দরদী’ রাজনৈতিক কর্মসূচি পালন করতে চলেছে। এখন দেখার বিষয় এই ইস্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক ভাবে গেরুয়া শিবির সফলতা পেলেও আদেও কি লাভ হবে কৃষকদের ? প্রশ্ন থাকলেও উত্তরের অপেক্ষায় সকলেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version