।। প্রথম কলকাতা ।।
Police Super Transfer: শনিবার রাতের একটি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বীরভূমের (Birbhum) মাড়গ্রামের পরিস্থিতি একেবারেই থমথম। এমন সময় রবিবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হল। জানিয়ে দেওয়া হয়েছে বীরভূমের পুলিশ সুপার পদ থেকে সরছেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Nagendranath Tripaathi)। তাঁর জায়গায় দায়িত্ব গ্রহণ করবেন সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় (Bhaskar Mukherjee)। এর আগে ভাস্কর মুখোপাধ্যায় পূর্ব বর্ধমানের এসপি (SP) হিসেবেও কাজ করেছেন বলে জানা যায়। আগামীতে বীরভূমের আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাতে চলেছেন তিনি।
সংবাদ প্রতিদিনের প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া একটি তথ্য অনুসারে, নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কিছুদিন আগেই পদোন্নতি ঘটে। তিনি উত্তীর্ণ হন ডিআইজি (DIG) পদে। কিন্তু তারপরও পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত বীরভূমের এসপি হিসেবেই তাঁর দায়িত্ব পালন করার কথা ছিল। এসবের মাঝে রবিবার জারি হল বিজ্ঞপ্তি। অন্যদিকে শনিবার রাত দশটা নাগাদ মাড়গ্রাম হাসপাতাল মোড় এর কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে হতাহতের খবরও পাওয়া যায়। এর মাঝে পুলিশ সুপারের বদলি কৌতুহল সৃষ্টি করলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই বদলি একেবারেই রুটিন মাফিক।
একই সঙ্গে জানা যায়, বীরভূমের পুলিশ সুপারের বদলি এবং মাড়গ্রামের ঘটনার মধ্যে কোনরকম যোগ নেই। উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলার পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে এসপি পদের দায়িত্ব নিয়ে এসেছিলেন আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠী। জানা গিয়েছে বর্তমানে তাঁর ডিআইজি পদমর্যাদায় উত্তীর্ণ হওয়ার কারণে তাকে পুলিশ সুপার পদ ছাড়তে হবে। আর সেই শূন্য পদ পূরণ করার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে ভাস্কর মুখোপাধ্যায়কে। তিনি যেহেতু সুন্দরবন পুলিশ জেলার সুপার ছিলেন, কাজেই সেখানে নতুন পুলিশ সুপার হয়ে আসছেন কোটেশ্বর রাও নালাবত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম