Lakshmir Bhandar: বড় বদল এল লক্ষ্মীর ভাণ্ডারে! এবার মিলবে বিরাট সুবিধা, জানুন এখনই

।। প্রথম কলকাতা ।।

 

Lakshmir Bhandar: আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন? এখনও না পেয়ে থাকলে সুবিধা পেতে কি আবেদন করেছেন? আপনি হয়তো বলবেন, দুয়ারে সরকারের অপেক্ষায় রয়েছেন। শিবির বসলেই সেখানে আবেদন করবেন। তাহরে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। কি সেই সুবিধা তা জানেন কি?

 

আপনারা তো দেখছেন, বাংলার মহিলার মুখে হাসি ফুটিয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের প্রতিমাসেই এক হাজার টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা। দু-কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে। সেই টাকা মহিলাদের খুবই উপকারে লাগছে। গ্রামীন এলাকার মহিলাদের অনেকেই সেই টাকায় চিকিৎসা, ছেলে মেয়েদের পড়াশোনা, নিজের ও সংসারের কাজে লাগাচ্ছেন। এখনও যারা আবেদন করেননি তাঁদের জন্য সুখবর দিয়েছে নবান্ন। এই প্রকল্পের জন্য আবেদন করার পদ্ধতি আরও সহজ করা হচ্ছে।

২০২১ সালে প্রথম এই প্রকল্পের জন্য আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়। এখন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে হচ্ছিল দুয়ারে সরকার শিবিরে গিয়ে। কিন্তু এবার এই নিয়মে বড় বদল নিয়ে আসা হয়েছে। জানানো হয়েছে শুধুমাত্র দুয়ারে সরকার শিবিরে নয়। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সারা বছরই আবেদন করা যাবে। এই নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

 

এর ফলে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী, আরও বহু সংখ্যক মহিলা উপকৃত হতে চলেছেন। কর্মরত নন এমন সব মহিলাই এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন। সাধারণ মহিলারা মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন। আদিবাসী-তপশিলী জাতির মহিলারা পাচ্ছেন মাসে বারোশো টাকা করে। প্রতি তিন মাস অন্তর দুয়ার সরকার ক্যাম্প করা হয়। এতোদিন শুধুমাত্র সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল। এবার আরও বেশি মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিতে চাইছে সরকার। সেই জন্য সারা বছরই আবেদন গ্রহণের ব্যবস্হা করা হয়েছে। কোথায় আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ এলাকাগুলিতে স্থানীয় বিডিও অফিসে গিয়ে আবেদন করা যাবে।

 

অন্যদিকে শহরের মানুষজন এসডিও অফিসে গিয়ে করতে পারবেন আবেদন। কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের আবেদন করতে যেতে হবে পুরসভায়। আবেদন জমা পড়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখা হবে। সমস্ত তথ্য সঠিক থাকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে রাজ্যের তরফে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কি এবার অনলাইনেও আবেদন করা যাবে? এই প্রশ্ন করেছেন একাধিক উপভোক্তা। আপনাদের জানিয়ে রাখা যাক, এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করার কোনও নিয়ম চালু হয়নি।তবে অদূর ভবিষ্যতে তা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

https://fb.watch/t3Y_z-HnlX/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version