বাইডেনের ডাবল গেম, নজর গাজায়! ইজরায়েল ছেড়ে হামাসকে সা’পো’র্ট?

।। প্রথম কলকাতা ।।

বাইডেনের ডবল গেম? গাজাতে কী দেখলেন? যে সব ছেড়ে প্যালেস্টাইনের পাশে যুক্তরাষ্ট্র। বড় সাহায্য বাইডেনের, একটা ফোনেই যুদ্ধের প্ল্যানিং সেট? ইজরায়েল কী দোষ করলো? শেষে কিনা হামাসকে সাপোর্ট? যুদ্ধ থামানোর বদলে উস্কাচ্ছে না তো যুক্তরাষ্ট্র? সাধারণ মানুষদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করে ইজরায়েলকে আটকাতে চাইছে হামাস? ‘প্রতিশোধ’ নিতে বদ্ধ পরিকর ইজরায়েল। গাজার পাশে এবার যুক্তরাষ্ট্রও মাঝে মাঝে প্রতি ৩০ সেকেন্ডে একটি করে রকেট গাজার দিকে উড়ে যাচ্ছে। তাতে হামাসের যত জঙ্গি না মরছে, তার থেকে বেশি সাধারণ মানুষ মারা যাচ্ছে গাজায়।

টেনশন বাড়ছে যুক্তরাষ্ট্রেরও। তাই এই ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির মাঝেই সাহায্যের আশ্বাস নিয়ে প্যালেস্টাইনে প্রথম ফোন বাইডেনের। এবার প্যালেস্টাইন প্রধানের সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাগরিক সুরক্ষায় দিলেন সব রকম সাহায্যের আশ্বাস অলরেডি, সাধারণ মানুষকে গাজা ছেড়ে চলে যেতে বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু হামাসের নির্দেশ, যে যেখানে আছে, সেখানেই থাকবে। মোদ্দা কথা, সাধারণ মানুষদের ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে ইজরায়েলের পথ আটকাতে চাইছে হামাস। কিন্তু গাজা স্ট্রিপে সাধারণ মানুষের এতো ক্ষতি ইজরায়েল যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এবার প্যালেস্টাইন প্রেসিডেন্টকে যুদ্ধবিধ্বস্ত গাজা শহরের বাসিন্দাদের জন্য ইমারজেন্সি ভিত্তিতে প্রয়োজনীয় যে কোনও সাহায্যের আশ্বাস দেওয়া হলো যুক্তরাষ্ট্রের তরফে। ফোনে কোন গাজা নিয়ে কথা হলো, যে শহর থেক ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইজ়রায়েলের সেনাবাহিনীর মূল আক্রমণের কেন্দ্রও এই গাজ়া।

যুদ্ধ যাতে আরও ভয়ঙ্কর রূপ না নেয়, তার পক্ষেও সওয়াল করেন বাইডেন। একইসঙ্গে দুই রাষ্ট্রনেতা ওয়েস্ট ব্যাঙ্ক ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা নিয়েও আলোচনা করেন। তবে শুধু প্যালেস্টাইন নয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। ইজরায়েলকে সামরিক সাহায্য করার আশ্বাসও দেন তিনি এ প্রসঙ্গে জানিয়ে রাখি, ইজরায়েলে হামাসের অ্যাটাক শুরুর পরপরই ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধের এই পর্যায়ে এসে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী ইসরায়েলের উপকূলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তাছাড়া, যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল ও গাজায় নাগরিকদের মানবিক সাহায্যের জন্য রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। কিন্তু, গাজা ঘিরে চলতে থাকা এই সংঘাত কোনদিকে মোড় নেবে এখন সেটাই দেখার বিষয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version