Weather Update: পুজোর আবহাওয়া নিয়ে চিন্তায় বঙ্গবাসী, বড় আপডেট দিল আলিপুর

।। প্রথম কলকাতা ।।

Weather Update: দুর্যোগের কালো মেঘ কেটে নীল আকাশে দেখা মিলেছে। শরতের সাদা মেঘের উমা বন্দনায় বৃষ্টি কাঁটা হবে? গত সপ্তাহে একটানা বৃষ্টির পর রবিবার রোদের দেখাপাওয়া গিয়েছে। আকাশ পরিষ্কার ছিল। তবে বিকেলের পর থেকেই কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। দুর্গাপুজোর আর বাকি মাত্র কিছুদিন। তবে রোদ উঠায় পুজোর বাজার জমে উঠেছে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এই অবস্থায় আবহাওয়া বঙ্গবাসীর চিন্তা বাড়াচ্ছে। পুজোর পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? দুর্গাপুজায় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী নবমী এবং দশমীতে কী বৃষ্টি হবে?এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কী বলছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে। কয়েকদিন ধরে প্রায় সব জেলাতেই বৃষ্টির দেখা মিলেছে। আপাতত কয়েকদিন দক্ষিণের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বর্ষা দেরিতে এসেছে বলে বিদায় নিতেও দেরি করবে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টি কমেছে। জানা গিয়েছে, নিম্নচাপটি বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে সরে গিয়েছে। এটি আগামী কয়েক ঘন্টায় শক্তি ক্ষয় করে ক্রমশ নাগাল্যান্ডের দিকে অগ্রসর হবে। এখন সকলেরই একটাই চিন্তা পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে?

এনিয়ে আবহাওয়াবিদদের বক্তব্য, এখনই স্পষ্ট বলা সম্ভব নয়। মহালয়ার পর আবহাওয়ার অবস্থা নিয়ে পূর্বাভাস দেওয়া যাবে। তবে পুজোর সময় অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। এর জন্য পুজোয় ঘোরা বানচাল হবে না। উত্তরের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা আছে আগামী কয়েকদিন। অন্যদিকে কলকাতায় তাপমাত্রা বাড়বে।আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আসলে আবহাওয়াবিদদের বক্তব্য, পুজোর সময় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা এত আগে থেকে নিখুঁতভাবে বলা সম্ভব নয়।

মহালয়ার সময় পুরো ছবিটা পরিস্কার হয়ে যাবে। তবে সব মিলিয়ে এটা বলা যেতেই পারে পুজোর সময় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমই থাকছে।যদিও বৃষ্টি হয় অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। তাতে অবশ্য ঘোরার মজা নষ্ট হবে না। আবহাওয়াবিদরা এছাড়াও জানিয়েছেন পুজোর সময় ঘূর্ণিঝড়ের তেমন কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে নিম্নচাপ তৈরি হতে হয়।তা আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়।আপাতত নিম্নচাপ তৈরির কোনো ইঙ্গিত নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version