Bengali serial: বাংলা সিরিয়াল মানেই নারীকেন্দ্রিক হতে হবে? কী মত নেটিজেনদের

।। প্রথম কলকাতা ।।

 

Bengali serial: বাংলা সিরিয়াল মানেই কি তাকে নারীকেন্দ্রিক হতেই হবে? শুধুই কি সংসারে মহিলাদের বঞ্চনা, প্রতিকূলতার মধ্যে তাদের লড়াই দেখানো হবে? নাকি বউমা ননদ শাশুড়ির কূটকাচালি দেখেই দিন কাটাতে হবে বাংলা টেলিভিশনের দর্শকদের? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, সব চ্যানেলের সিরিয়ালের কনটেন্ট সেই একই রকম। সেই বস্তাপচা একঘেয়ে কনসেপ্ট। তার পরিবর্তে একটু স্বাদ বদল হোক না। আসুক না ফেলুদার মতো কোনও পুরুষকেন্দ্রিক কনটেন্ট। হোক না একটু অন্যরকম গল্প।এমনটা বলছেন অভিনেতা সৈয়দ আরফিনও। কি বলছেন তিনি?

 

একথা ঠিক যে, গ্রাম বাংলায় সিরিয়াল বেশি দেখেন মহিলারাই। ধারাবাহিক দেখতে দেখতে গল্পের মধ্যে, চরিত্রের মধ্যে ঢুকে পড়েন তাঁরা। তাদের চাহিদার কথা মাথায় রেখেই মোড় নেয় সিরিয়ালের গল্প। টিআরপি ধরে রাখতে পরিশেষে সব সিরিয়ালের কাহিনীই হয়ে ওঠে একই রকম। এবার তাই একটু বদল চাইছেন দর্শকরা। এমনটাই মত নেটিজেনদের। তাদের মতে, দর্শক ধরে রাখতে হয়তো ঝুঁকি নিতে চাইছেন না লেখক, নির্মাতা, চ্যানেল কর্তৃপক্ষ কেউই। পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেতে চাইছেন না তাঁরা।

 

তার ফলে সমাজের চাহিদা মেনে এগিয়ে যেতে পারছে না বাংলা সিরিয়াল। একই জায়গায় সে ঘুরপাক খাচ্ছে। তাই দিনে দিনে ক্লান্ত হয়ে পড়ছেন দর্শকরা। থোড় বড়ি খাড়া হয়ে উঠছে বাংলা ধারাবাহিক। নেটিজেনরা বলছেন, সিরিয়ালে লিড করার মতো দক্ষ অভিনেতা বাংলায় কম নেই। তাঁদের সামনে রেখে তৈরি হোক গল্প। মহিলাদের পাশাপাশি তা দেখবে পুরুষরাও। আলাদা খাতে বইবে বাংলা ধারাবাহিক। তা হয়ে উঠবৈ আরও বেশি প্রাণবন্ত। অনেকটা এমনই মত আরফিনের।

 

আপনারা তো জানেন, বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ সৈয়দ আরফিন তিনিও মনে করছেন বর্তমানে বেশিরভাগ ধারাবাহিক নারী কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তাঁর মতে, পুরুষকেন্দ্রিক সিরিয়ালকেও দর্শক আপন করে নিয়েছেন এমন দৃষ্টান্ত রয়েছে। তাই সেদিকটাও ভেবে দেখতে পারেন পরিচালকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version