Weather Update: বন্যার কবলে বাংলা! বাণভাসির মুখে কোন ৭ জেলা ? ডিভিসির জলে রিস্ক বাড়ছে

।। প্রথম কলকাতা ।।

Weather Update: তলিয়ে যাচ্ছে বাংলা? ভয়ংকর বন্যায় ভাসছে কোন কোন জেলা? ৭ জেলায় বন্যা সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের রিস্ক বাড়ছে। বিপদ বাড়াচ্ছে ডিভিসির জল। জীবন বাঁচাতে এত এত মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ৩ থেকে ৫, বাংলার কপালে কোন ফাড়া? পূজোর মুখে এ কোন সর্বনাশ? উদ্বেগ উৎকণ্ঠার প্রতিটা মুহূর্ত কাটাচ্ছে বাংলার মানুষ। নিম্নচাপের একটানা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছে দক্ষিণবঙ্গ। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়া ৭ জেলায় বন্যা সতর্কতা জারি করল নবান্ন। প্যালপিটিশন বাড়ছে।নিম্নচাপের এফেক্টে ঝাড়খণ্ডে এক টানা ভারী বৃষ্টি। আর তাতেই বানভাসি অবস্থা এরাজ্যের ৭ জেলার।

এক টানা বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। দুর্যোগের সঙ্গে ডিভিসির ছাড়া জলে বন্যার আশঙ্কা বাড়ছে। নির্দিষ্ট বহন ক্ষমতা পেরিয়ে গেলেই জল ছাড়া হয়। মঙ্গলবার বিকেলের মধ্যে মোট দেড় লক্ষ কিউসেক জল ছাড়বে ডিভিসি। এখানেই বিপদ। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার একাংশে হলুদ সতর্কতা জারি। দেড় লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হলে ওই চার জেলায় লাল সতর্কতা জারি করার কথা। নীচু এলাকা থেকে এতো এতো মানুষকে সরানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন সব থেকে বড় প্রশ্ন নিম্নচাপটার অবস্থান কোথায়? পরিস্থিতি কতটা ঘোরতর?

আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ এখনও ঝাড়খণ্ডেই রয়েছে। তার গতি খুবই ধীর। সহজে ভাঙবে না, দুর্বল হবেৎনা এই ভারী নিম্নচাপ। বরং বাড়বে বৃষ্টি আর গোঁদের উপর বিষফোঁড়া। ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা। ড্যাম উপছে পড়ার আশঙ্কা। চিন্তার ভাঁজ বাংলার কপালে। আরও অন্তত ৩-৪ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। সেদিন ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু, কবে থামবে বৃষ্টি থামবে? না, আপাতত আশার কোনও খবর নেই। তবে কি পুজোর আগেই বন্যা? বর্ষার শেষে এরকম ভারী বৃষ্টি কতটা রিস্কের?

আবহাওয়াবিদরা মতে, বর্ষার শেষে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, তাহলে সেটা খারাপ ইঙ্গিত। কারণ নদীগুলোতে এ সময় জল বেশিই থাকে, তারওপর ভারী বৃষ্টির জল। এদিকে নিম্নচাপ ও দুর্বল হচ্ছে না, সরছেও না। আন্দাজ করতে পারছেন কোন বিপদ ঘটতে যাচ্ছে?না, ভয় পাবেন না। অলরেডি বিপর্যয় মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সাবধানে থাকুন, সতর্ক থাকুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version