।। প্রথম কলকাতা ।।
Weather Update: জোড়া ঘূর্ণাবর্ত ঘিরে ধরেছে বাংলাকে। তুমুল বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গ? রিস্কে কোন কোন জেলা? বাংলার পাশাপাশি এফেক্ট অন্যান্য রাজ্যেও। দুর্যোগ চলবে কতদিন? কী বলছে হাওয়া অফিস? জুলাইয়ের রেশ অগাস্টেও? আবহাওয়ার বড় বদল। আপডেট মিস করলে ভুগতে হবে। প্রথমেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা জানিয়ে দিই। বৃষ্টির পরিমান কিন্তু আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ভয় পাওয়ানো উদ্দেশ্য নয়, ওয়েদার অ্যালার্ট মাথায় রাখুন। জানেন? বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটা শক্তি হারিয়ে এখন ঠিক কোথায় অবস্থান করছে?
উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্তটা। অলরেডি এফেক্ট ফেলতে শুরু করে দিয়েছে। ওড়িশা অন্ধ্র উপকূলে বইছে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। আগামী ৩-৪ দিন বাংলায় বৃষ্টির পরিমান আরও বাড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় দিনভর দুর্যোগ? এটা জানতেই হবে। দক্ষিণের পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও হতে পারে। আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স উত্তরবঙ্গের সব জেলাতেই।
এরপরও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। মানে এখনই তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। এছাড়াও কোন কোন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস? IMD-র আপডেট বলছে, আগামী পাঁচদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক, তেলঙ্গানতে। পূর্ব, পশ্চিম, মধ্য ও দক্ষিণ ভারতে ৩১ জুলাই পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও, উত্তর পূর্ব ভারতে আগামী ২ অগাস্ট পর্যন্ত বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে। ৩০ থেকে ২রা অগাস্টের মধ্যে বাড়বে দুর্যোগ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম