Wrestling Championship 2023: কুস্তিতে বাংলাদেশকে হারিয়ে সোনা জিতলেন বাংলার ছেলে অভিষেক, খুশি গোটা পরিবার

।। প্রথম কলকাতা ।।

Wrestling Championship 2023: কুস্তি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে সোনা জিতলেন বাংলার ছেলে অভিষেক গুপ্তা। অভাব তাড়া করে বেরিয়েছে অভিষেক এর প্রতিটি পদক্ষেপে। শত কষ্টের মাঝেও ছেলের সাফল্যে খুশি গোটা গুপ্তা পরিবার। অভিষেকের বাড়ি উত্তর দমদম নিমতা এলাকায়। বাংলার গর্ব অভিষেক গুপ্তা আন্তর্জাতিক স্তরে সাউথ এশিয়ান গেমসে কুস্তিতে সোনার পদক ছিনিয়ে আনল। নিমতার এই অভিষেক যেন আজ হয়ে উঠেছে বাস্তবের ‘সুলতান’।

ছোটবেলা থেকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার মধ্যে থেকে বিটেক কমপ্লিট করে নিজের শরীর সচেতনতার জন্য ভর্তি হয়েছিলেন জিমে। সেই থেকেই শুরু শরীর চর্চা। তবে সরকারি বেসরকারি দুই তরফে চাকরির চেষ্টা চালালেও, সেভাবে এখনো সফল হননি অভিষেক। অভিষেকের মনে তৈরি হয় নিজেকে কিছু করে দেখানোর অদম্য জেদ। সেই থেকেই কিক বক্সিং দিয়ে খেলার জগতে প্রবেশ করে নিমতার এই যুবক।

শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটানের মত ৮ টি দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে অবশেষে বাংলাদেশকে হারিয়ে সোনা জয় করে অভিষেক। এর আগে ২০২২ সালে ন্যাশনাল রেসলিং-এ খেলতে গেলেও কোনো পদক পাননি তিনি। আর সেই জেদ যেন চেপে বসেছে তার উপর। অভিষেকের পরবর্তী লক্ষ্য ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ। কিন্তু অর্থের সমস্যার কারণে অনেকটা কোনঠাসা হয়ে পড়ছে তিনি ও তার পরিবার। তাই কুস্তিবিদের কাতর আবেদন পাশে দাঁড়াক সরকার, মুখ্যমন্ত্রী ও ক্রীড়া দফতর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version