Belgian Malinois: কলকাতা পুলিশের ডগ স্কোয়্যাডে ‘বেলজিয়ান ম্যালিনোস’, এই কুকুরের বিশেষত্ব কী?

।। প্রথম কলকাতা ।।

Belgian Malinois: কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে এবার আসতে চলেছে বেলজিয়ান ম্যালিনোস প্রজাতির কুকুর। কলকাতা পুলিশের বিশেষ টিম তাকে ডগ স্কোয়াডে নিয়ে আসছে। এই কুকুরের পাশাপাশি কলকাতায় আনা হচ্ছে ল‌্যাবরাডর ‘গিনি’। চণ্ডীগড়ের পাঁচকুলার ভানুতে ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশের শিবিরে টানা ৬ মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। কালকা মেলের বাতানুকূল কামরায় নিয়ে আসা হচ্ছে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের দুই সদস্যকে।

প্রসঙ্গত, বেলজিয়ান ম্যালিনোস প্রজাতির কুকুরই সন্ধান দিয়েছিল আল–কায়দা প্রধান ওসামা বিন লাদেনের। ‘কায়রো’ নামের সেই বিশ্ববিখ্যাত কুকুরটি বেলজিয়ান ম্যালিনোস প্রজাতির। এবার ‘কায়রো’রই উত্তরসূরী ‘জুয়েল’ আসছে কলকাতায়। জানা গেছে, কুকুরপ্রেমী এক যুবক তাঁর বন্ধুর কাছ থেকে একটি মেয়ে বেলজিয়ান ম্যালিনোসকে নিয়ে এসে কলকাতা পুলিশকে উপহার দেন। পরীক্ষা করে বোঝা যায় যে, পুলিশের কাজে বেশ উপযুক্ত এই কুকুর। তারপরই তাকে ডগ স্কোয়াডে নিয়োগ করা হয়। বিস্ফোরক বিশেষজ্ঞ হিসাবে ভিআইপি ডিউটি করবে এই দুই কুকুর।

কেমন হয় এই কুকুর ?

কুকুরের জাত: Herding
উদ্দেশ্য: কর্মরত ও সঙ্গী
শরীরের মাপ: উচ্চতায় ২৪-২৬ ″(পুরুষ) এবং উচ্চতায় ২২-২৪ ″(মহিলা)
ওজন: ৫৫ থেকে ৬৫ পাউন্ড (পুরুষ) এবং ৫০ থেকে ৫৫ পাউন্ড (মহিলা)
জীবনকাল: ১০ থেকে ১৫ বছর
মেজাজ: আত্মবিশ্বাসী, স্নেহশীল, সক্রিয় এবং বাধ্য
দৈনিক খাদ্য খরচ: শরীরের ওজন প্রতি পাউন্ড ২০ ক্যালোরি

কি কি গুনাগুন রয়েছে ?

(১) অন্য ব্রিডের কুকুরের থেকে অনেক বেশি কর্মঠ ও কার্যকর
(২) অত্যন্ত হালকা প্রজাতির।
(৩) প্রচণ্ড জোরে দৌড়তে বা অনেক উঁচুতে লাফাতে পারে
(৪) ক্ষুরধার বুদ্ধি
(৫) গন্ধ শোঁকার ক্ষমতাও অনেকের থেকে বেশি
(৬)যে কোনও আবহাওয়ায় সমানভাবে কাজ করতে পারে এই প্রজাতির কুকুর

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version