।। প্রথম কলকাতা ।।
পাসপোর্ট ভিসা ছাড়াই যেতে চান ইজিপ্টে? মিশরের মমি থেকে বিস্ময়কর স্থাপত্য পিরামিডের ভেতর ঘুরতে চান? তাহলে এবার পুজোয় আপনাকে আসতেই হবে বেলঘরিয়ায়। এই পুজোমণ্ডপে গেলেই দেখতে পাবেন এক টুকরো প্রাচীন মিশর। বেলঘরিয়ার ১৭ পল্লীর পুজো এবছর ৫৬ বছরে পা দিল।প্রতি বছরের মতো এবারও নতুন থিম নিয়ে হাজির তাঁরা। মিশরের নানা স্থাপত্যকে একটু একটু করে ফুটিয়ে তোলা হচ্ছে। চলুন আজ আপনাদের বেলঘরিয়া ১৭ পল্লীর পুজো মণ্ডপ থেকে ঘুরিয়ে নিয়ে আসি।
পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি প্রাচীন মিশর শাসন করতেন ফারাও রাজারা। বেলঘরিয়ায় ১৭ পল্লীতে দক্ষ হাতে গড়ে উঠেছে সেই পিরামিড। গায়ে শিলালিপি, সুক্ষ্ম কারুকাজ। পুজোমণ্ডপের ভেতরে ঢুকলে মনে হবে এটা ইজিপ্ট বেলঘরিয়া নয়। মিশরের প্যান্ডেলেই দেবীর আরাধনা করবেন ১৭ পল্লীর পুজো উদ্যোক্তারা। পিরামিডের মধ্যে রয়েছে মমি মিশরীয় ভাষায় মন্ত্র লেখা রয়েছে মণ্ডপের দেওয়ালে রয়েছে, মিশরীয় দেব দেবীর মূর্তি। দেবীপ্রতিমাতেও বিশেষ চমক পিরামিডের মধ্যে রয়েছে দেবী দুর্গার মূর্তি। যার মুখ অনেকটা মিশরীয় দেবীর মতো। মহিষাসুরের মুখের গড়নও একদম আলাদা। মণ্ডপের ভিতরে থাকছে আলোর বাহার যা দেখলে প্রাচীন মিশরের কথাই মনে করিয়ে দেবে দর্শনার্থীদের।
শুধুই মন্দির নয় সেই সময়কার পরিবেশও তুলে ধরেছেন মন্ডপশিল্পী রূপচাঁদ কুণ্ডু। পুজো মণ্ডপের মধ্যে মিশরের থিম এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা মন্ত্রমুগ্ধ হবেন আপনি। কীভাবে আসবেন এই পুজো মণ্ডপে? সবটা জানালেন পুজো উদ্যোক্তা বিশ্বজিৎ সাহা। মিশরিয় সভ্যতারই তুলে ধরার চেষ্টা চলছে। বড় বাজেটের পুজো আয়োজকদের সঙ্গে রীতিমতো টেক্কা দিচ্ছে এই ক্লাব।সকলের থেকে ব্যতিক্রমী এক থিম তুলে ধরার চেষ্টা করছেন আয়োজকরা। সূদুর ইজিপ্ট থেকে মা আসছেন বেলঘরিয়ায়। পিরামিডে যেতে চাইলে এবার পুজোয় আসতে হবে ১৭ পল্লীর পুজোয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম