মোদীর মাস্টারস্ট্রোকে প্যানিক মোডে বেজিং, নিওমাই ট্রাম্পকার্ড ! কী বানাচ্ছে ভারত ?

।। প্রথম কলকাতা ।।

প্যানিক মোডে চলে গেল চীন। লাদাখে তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড। জি২০ শেষেই বেজিং কে বড় ঝটকা ভারতের। নিওমা অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে আরও পাওয়ারফুল ইন্ডিয়ান এয়ার ফোর্সের। আপগ্রেডেশন হবে দেখার মতো। খুব সহজেই এবার লাদাখ সীমান্তে পৌঁছে যাবে খতরনাক সব অস্ত্র। চীনা আগ্রাসনের পাল্টা দিতে দুর্ধর্ষ স্ট্র্যাটেজি নয়াদিল্লির। স্ট্র্যাটেজিক এয়ারফিল্ড ভারতের মাস্টারস্ট্রোকে। জি-২০ সামিট দাগ কেটে দিল চীনের বুকে। এড়িয়ে গিয়েও শি এর শেষরক্ষা হলো না।

লাদাখে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি গড়বে ভারত। সীমান্তে আরো বেশি হাত শক্ত হবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তুরুপের তাস লাদাখের নিওমা অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত নিওমা। লাইন অফ কন্ট্রোল থেকে ৪৬ কিলোমিটার দূরে। উচ্চতা প্রায় ১৩ হাজার ৪০০ মিটার। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে স্ট্রেটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে লাদাখের এই এলাকা খুব ইম্পরট্যান্ট। কারণ, ২০২০ সালে লাদাখ সীমান্তে চীনা আগ্রাসনের পর থেকে সেই এলাকায় থাকা ভারতীয় সেনাকে রসদ ও অস্ত্র সরবরাহ করা হয় লাদাখের নিওমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড দিয়ে। এখানে রসদবাহী বড় বড় বিমানকে ওঠানামা করতে দেখা গিয়েছে। ওঠানামা করেছে চিনুক চপার এবং স্পেশ্যাল সি-১৩০জে এয়ারক্রাফট।

প্রতিরক্ষামন্ত্রক বলছে, এই সামরিক বিমানঘাঁটি তৈরির কাজ শেষ হলে লাদাখের উন্নয়ন হবে দেখার মত। যে কোনও আবহে অতিরিক্ত সাহায্য পাবে ইন্ডিয়ান এয়ার ফোর্স। এই এয়ারফিল্ড থেকে ভারী হেলিকপ্টার ওঠানামা করবে।হেলিকপ্টারে করে মূলত সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সৈন্যদের নিয়ে যাওয়া হবে। লাদাখ সীমান্তে যুদ্ধের রসদ-অস্ত্র অনেকটাই সহজে পৌঁছে দেওয়া যাবে। আর এতেই কার্যত ঘুম উড়ে গেছে বেজিং এর। হাতে সময় খুব কম।প্রতিরক্ষামন্ত্রকের বর্ডার রোড অর্গানাইজেশন বলছে, লাদাখের নিওমাতে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি তৈরিতে খরচ হবে প্রায় ২১৮ কোটি টাকা। আগামী ১২ সেপ্টেম্বর জম্মুর দেভক থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানঘাঁটির শিলান্যাস করবেন রাজনাথ সিং।

অলরেডি পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন দু-দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। এরমধ্যে নিওমা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড আপগ্রেডেশনের পার্ট হিসেবে ভারতের এই পদক্ষেপ চীনের কপালে চিন্তার ভাঁজ ফেলবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। শুধু নিওমা বিমান ঘাঁটি নয়, এলএসি লাগোয়া মোট ৯০ টি পরিকাঠামো প্রজেক্ট এর শিলান্যাস করবেন প্রতিরক্ষা মন্ত্রী। সবমিলিয়ে কেন্দ্রের তরফে প্রায় ৩ হাজার কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে এক ঢিলে দুই পাখি মারবে ভারত। এই বিমানঘাঁটি তৈরি হলে, যেমন চিনের বিরুদ্ধে সামরিক কৌশল সাজানো ভারতের জন্য সহজ হবে, ঠিক তেমনই ওই অঞ্চলে বাণিজ্যিক বিমান চলাচলের পথও সুগম হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version