চাঁদ ছোঁয়ার আগেই টলে গেলো জাপানি SLIM, ভারতের থেকেও সূক্ষ্মভাবে হতো ল্যান্ডিং ? কিন্তু ফেইল!

।। প্রথম কলকাতা ।।

চাঁদ ছোঁয়ার আগেই টলে গেল জাপান। জাপানের ‘মুন স্নাইপার’ চন্দ্রাভিযান শেষ মুহূর্তে ক্যানসেল হয়ে গেলো।
রকেট উৎক্ষেপণের আগেই খেলা ঘোরালো বায়ুমণ্ডল। জাপানের প্রথম চন্দ্রাভিযান মিশন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। ভারত পারলেও, ব্যর্থ রাশিয়া- জাপান। জাপানি ল্যান্ডার স্লিমে রুশ লুনা-২৫ এর কালো ছায়া? শেষ মূহুর্তে মুন মিশনে বড় ঝটকা খেল জাপান। চাঁদ ছোঁয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। জাপানের কোগাশিমা শহরের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে ল্যান্ডার SLIM মানে Smart Lander for Investigating Moon কে চাঁদে পাঠানোর কথা ছিল। রকেট H2A, SLIM কে পৌঁছে দিত চাঁদের বুকে। কিন্তু লাস্ট মোমেন্টে প্ল্যানে বদল আনতে হলো।

মারাত্মক খারাপ আবহাওয়ার কারণে রকেট উৎক্ষেপণ করা যায়নি। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সা জানিয়ে দিয়েছে, প্রবল বাতাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎক্ষেপণ এর ঠিক ২৭ মিনিট আগে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় জাক্সা। এদিন সফলভাবে SLIM উৎক্ষেপণ করা সম্ভব হলে এটাই হত জাপানের প্রথম চাঁদে অবতরণ। যে ল্যান্ডার SLIM চাঁদে পৌঁছবে বলে ঠিক করা হয়েছে তার ৪ টে পা। SLIM চাঁদে পৌঁছলে প্রথমে এর পিছনের একটা পা চাঁদ ছুঁতো। অবতরণের সময় SLIM এর পিছনে ডানদিকের তিনটে পা চাঁদের মাটিতে পড়তো। আর তাতেই সোজা হয়ে দাঁড়াতো এই জাপানি ল্যান্ডার। চাঁদের বুকে হতো সফট ল্যান্ডিং। চাঁদে নেমে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে গবেষণা চালাত জাপানের SLIM।

না, চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞানের মতো চাঁদে চলাফেরা করার ক্ষমতা নেই SLIM-এর। কিন্তু ভারতের পর পঞ্চম দেশ হিসেবে এই কৃতিত্বের অধিকারী হত জাপান তা হলোনা। সব প্ল্যান আপাতত স্থগিত। জানিয়ে রাখি, ভারতের চন্দ্রযান-৩ পথ দেখিয়েছে জাপানকে। তাই জাপানের মহাকাশযানটিকেও চাঁদের দক্ষিণ মেরুতেই সফট ল্যান্ডিং করানোর জন্য তৈরি করা হয়েছে। তবে, জাপান যে প্রথমবার ব্যর্থ হয়েছে, তেমনটা নয়। প্রথমে ২৬ অগাস্ট জাপা মহাকাশযানটিকে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছিল। এরপর সেই তারিখ পিছিয়ে করা হয় ২৮ অগাস্ট। এবার সেই ডেডলাইনও ফেইল করল সূর্যোদয়ের দেশ। রাশিয়ার লুনা ২৫-এর মতো জাপানও শুধু ল্যান্ডার পাঠাচ্ছিল চাঁদে। খুব কম সময়ের জন্য চন্দ্রপৃষ্ঠে গবেষণার কাজ চালানোর কথা এই জাপানি ল্যান্ডারের। তবে মিশন পিছিয়ে যাওয়ায় পুরো পরিকল্পনাই এখন বিরাট বড় প্রশ্নের মুখে।

গত ২৩ অগাস্ট, সন্ধ্যা ঠিক ৬টা বেজে ৩ মিনিটে চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। ইতিহাস রচনা করেছে ভারতের ইসরো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাফল্য নিয়ে যখন গোটা বিশ্ব ধন্য ধন্য করছে তখন চন্দ্রাভিযান পিছিয়ে দিয়ে কিছুটা ব্যাকফুটে জাপান। এদিকে, কিছুদিন আগে চাঁদের কক্ষপথেই আছড়ে ভেঙে পড়ে রাশিয়ার লুনা-২৫ ল্যান্ডার। ফলে এখনও পর্যন্ত ভারতের সাফল্যের এক কোনাও ছুঁতে পারল না জাপান কিংবা রাশিয়ার মতো দেশ। যদিও মহাকাশ বিজ্ঞানীদের ধারণা, রাশিয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে রাজি নয় জাপান। আর তাই এই সিদ্ধান্ত। কারণ এর আগে টোকিও-ভিত্তিক স্টার্টআপ আইস্পেসের চন্দ্র ল্যান্ডার হাকুটো-আর মিশন ১ গত এপ্রিলে ব্যর্থ হয়েছে। তারপরেও ভারতের পথেই নজির গড়ার চেষ্টায় জান প্রাণ লড়িয়ে দিচ্ছে জাপান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version