Local Train Derailed: বেলাইন হাওড়া-আমতা লোকাল, স্টেশনে ঢোকার আগেই ভয়ঙ্কর দুর্ঘটনা

।। প্রথম কলকাতা ।।

Local Train Derailed: রাজ্যের বুকে আবারও এক লোকাল ট্রেন দুর্ঘটনা ব্যাপক চাঞ্চল সৃষ্টি করেছে। বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরে এই দুর্ঘটনাটি ঘটে। আচমকাই লাইনচ্যুত (Derailed) হয়ে যায় হাওড়া-আমতা লোকাল (Howrah-Amta Local)। তিনটি বগির বেলাইন হয়ে যাওয়ার ঘটনায় বড়সড় বিপদের আশঙ্কা করেন রেলের আধিকারিকরা। তবে সূত্রের খবর অনুযায়ী, ট্রেনটির গতিবেগ তুলনামূলকভাবে কম থাকার কারণে ভয়ংঙ্কর কিছু ঘটে নি। এই যাত্রায় রক্ষা পাওয়া গিয়েছে। কিন্তু ওই তিনটি বগিতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন অল্পবিস্তর আঘাত পেয়েছেন।

রেল সূত্র পাওয়া খবর অনুযায়ী, লোকাল ট্রেনটি যাচ্ছিল হাওড়া থেকে আমতার দিকে। কিন্তু মাজু হল্ট স্টেশনে ঢোকার আগেই জগৎবল্লভপুরের যাদববাটি নামক এলাকায় ওই ট্রেনের কামড়াগুলি লাইন থেকে নেমে যায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দক্ষিণ-পূর্ব রেলের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা। স্থানীয় সূত্র পাওয়া খবর অনুযায়ী, প্রায় তিন জন যাত্রী ঘটনায় অল্প আহত হয়েছেন। কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনায় কোন যাত্রীই আঘাত পাননি।

কেন এমন দুর্ঘটনা (Accident) ঘটল, এর নেপথ্যে আসল কারণ কী সেই বিষয় নিয়ে রেলের তরফ থেকে সরকারিভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি। যাত্রীদের একাংশের ধারণা রেললাইনের মধ্যে ফাটল থাকতে পারে। সেই কারণেই ট্রেনের তিনটি বগি লাইন থেকে নেমে যায়। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার কারণ স্পষ্ট ভাবে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনায় ওই লাইনে সাময়িকভাবে রেল পরিষেবা কিছুটা বিপর্যস্ত হয়। কিন্তু দ্রুত দুর্ঘটনাগ্রস্থ বগি গুলিকে সরিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version