।। প্রথম কলকাতা ।।
রাতে আপনি একা গাড়ি চলিয়ে অফিস থেকে ফেরেন? ওই ভবানীপুরের আশপাশ দিয়ে? তাহলে একটু সাবধানে, কোনও মেয়ে মাঝরাস্তায় আপনাকে গাড়ি থেকে নামতে বললে ভুলেও তা করতে যাবেন না। কলকাতাজুড়ে শুরু হয়েছে নতুন জালিয়াতি। মহিলাদের কাজে লাগিয়ে যে কোনও মুহুর্তে ফাঁসানো হতে পারে আপনাকেও। এই চক্র অনেকটা বড় কানে হেডফোন লাগানো কোনও মহিলা গাড়ি দাঁড় করিয়ে আপনাকে ডাকতেই পারে। এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাতে এভাবে টার্গেট করে কী হচ্ছে দেখুন নিজের চোখেই।
একটু বেশি রাত তখন ভবানীপুর দিয়ে কয়েকজন গাড়ি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক মহিলা এসে বলেন কাঁচ নামাও। গাড়িতে এক মহিলা ছিলেন। তাঁকে দেখিয়ে গাড়ি থেকে নামতে বলে ওই অপরিচিত মহিলা। ওই অপরিচিত মহিলা কথা বলছেন শুধু তাই নয় কানে হেডফোনে কারোর কাছ থেকে ইনস্ট্রাকশনও শুনছে বারবার আপনাকে গাড়ি থেকে নামতে বলবে, এই ফাঁদে পা দিলেই বিপদ হতে পারে। এই মহিলা ফোন দিয়ে সকলের ভিডিও করে যাচ্ছেন। অনেক চেষ্টা করেছিলেন গাড়ির মধ্যে যাঁরা আছেন তাঁদের নামানোর কিন্তু পারেননি। কলকাতার রাস্তায় আপনার সাথেও যদি এমন হয় সতর্ক হয়ে যান। আপনি ভয়ে পেয়ে পুলিশ ভাবতে পারেন। আইডি না দেখে কখনই গাড়ি থেকে নামতে যাবেন না। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ঘুরছে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করোেনি প্রথম কলকাতা।
লোক ঠকাতে এই শহরের একটা বড় চক্র ঘুরছে। কমেন্টে অনেকেই লিখেছেন এই মহিলাকে ওই এলাকাতে আগেও দেখা গিয়েছে। যখন গাড়ি থেকে কেউই নামলো না আচমকাই ছবি তুলে চলে যায়। কেউ বলছেন মদ্যপ অবস্থায় এরকম কাজ করা হচ্ছে। আবার কেউ বলছেন বড় জালিয়াতির ছক রয়েছে এর পিছনে। রাতের অন্ধকারে কত কাণ্ডই হয়। আপনি হয়তো সাত পাঁচ না ভেবে অসহায় ভেবে সাহায্য করতে যেতেই পারেন। কিন্তু সেখানেই যে বিপদের ফাঁদ পাতা আছে বুঝবেন কীভাবে! তাই রাতে গাড়ি নিয়ে বেরলে সাবধান হন। যাচাই না করে কোনও ভুল স্টেপ নিলে ফেঁসে যেতে পারেন বলছেন অনেকই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম