SBI Customer Alert: সাবধান! এই ফোন আসলে ভুলেও কিছু করতে যাবেন না, এসবিআই গ্রাহকেরা সতর্ক হন

।। প্রথম কলকাতা ।।

 

SBI Customer Alert: রাজ্যেজুড়ে বড় প্রতারণার জাল বিছিয়েছে জালিয়াতরা। নামী নামী সংস্থার নাম করে আসছে ফোন। আপনি আপনার পরিজনকে কোনও পার্সেল পাঠাবেন। সেটাই ট্র্যাক করে নিচ্ছে জালিয়াতরাই। পেয়ে যাচ্ছে নতুন ঠিকানা। আপনার কুরিয়ার নাকি আটকে গেছে। কুরিয়ার সার্ভিস ফেডেক্সের নাম করে কীভাবে প্রতারণা করা হচ্ছে শুনুন। শুধু তাই নয়!আপনি কী SBI গ্রাহক? এসবিআই ইউজাররাও সাবধান হন।  ফোনে SBI রিওয়ার্ড পয়েন্ট-র মেসেজ আসছে ? আগে থেকে না জেনে বুঝে কোনো লিংক ক্লিক করতে যাবেন না। গ্রাহকদের জন্য বড় খবর। SBI রিওয়ার্ড পয়েন্ট এর নাম করে প্রতারণা চলছে জানা আছে? একটা মেসেজ! আর ব্যাংক অ্যাকাউন্ট পুরো সাফ। কীভাবে বড় বড় সংস্থাকে জড়িয়ে এই জালিয়াতি থেকে সাবধান থাকবেন?

 

জনপ্রিয় কুরিয়ার সার্ভিস হল ফেজেক্স। কোনও জায়গা থেকে হয়তো আপনার গুরুত্বপীর্ণ পার্সেল আসবে। কিন্ত ওই সংস্থা থেকে ফেোন করে বলা হচছে আপনার পার্সেল আটকে রয়েছে। তাতে কিছু জিনিস মিলেছ যেগুলো ধরা পড়লে শাস্তু হতে পারে। সেকারণে কিছু লিঙ্ক দেওয়া হচ্ছে । তাতে ক্লিক করে টাাকা দিলেই নাকি সমস্যার সমাধান। এবার আপনি যখন ওখানে ক্লিক করতে যাচছেন তখনই অ্যাকৈউন্ট ফাঁকা হয়েছে যাচ্ছ।

 

ব্যাঙ্কের নামেও প্রতারণা করছেন প্রতারকেরা। অনেক সময় ব্যাঙ্কের নামে ভুয়ো মেসেজ আসে গ্রাহকদের কাছে। যেখানে একটি লিঙ্ক পাঠিয়ে ওটিপি চাওয়া হয়। আর সেই লিংকে ক্লিক করলেই সর্বনাশ । এবার জালিয়াতের নতুন কারসাজি। ঠিক কী লেখা থাকছে মেসেজে?

 

গ্রাহকদের ফোনে মেসেজ আসছে। আপনি যদি এই লিংকে ক্লিক করেন বা এই পিডিএফ খোলেন তাহলেই রিওয়ার্ড পয়েন্টস ব্যবহার করতে পারবেন। নাহলে পয়েন্টস নষ্ট হয়ে যাবে। আপনিও বোকা বনে গিয়ে ক্লিক করে ফেললেন। কিন্তু তারপরেই আপনার একাউন্ট থেকে টাকা তুলে নিল জালিয়াতরা। এরকম অনেকের সাথেই ঘটছে দিনের পর দিন। তাই এবার SBI থেকে সাবধান করা হচ্ছে গ্রাহকদের। এরকম কোনো মেসেজ আসলে কোনও রিপ্লাই বা লিংকে ভুলেও ক্লিক করবেন না। সতর্ক করে বলছে SBI। শুধু তাই নয় এলআইসির নাম করেও এমন ফোন আসছে। শুধু ভুল করে কোথাও ক্লিক করবেন না বা কিছু প্রেস করতে বললে করবেন না।

 

কিভাবে সাবধান থাকবেন?

কেউ ব্যক্তিগত ডেটা জিজ্ঞাস করলে সব সময় তাঁর পরিচয় ক্রস-চেক করা উচিত। ব্যাঙ্ক বা অন্যান্য সরকারি সংস্থাগুলি গ্রাহকদের কখনই মেসেজ বা ফোনের মাধ্যমে সংবেদনশীল ডেটা চাওয়া হয় না। অনলাইনে কেনাকাটা করার সময়ওয়েবসাইটিটি নিরাপদ বৈধ কিনা যাচাই করে নিন। ক্রেডিট কার্ড লেনদেনের সময় পাবলিক ওয়াইফাই ব্যবহার করা এড়িয়ে চলুন। অনেক ব্যাঙ্ক লেনদেনের জন্য এসএমএস বা ইমেল অ্যালার্ট এর সুবিধা প্রদান করে প্রয়োজনে এই সুবিধাটির ব্যবহার করুন। সন্দেহজনক কিছু হলেই এই ক্ষেত্রে মেসেজ চলে আসবে।

 

আপনার মনে হতেই পারে কীভাবে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারোর টাকা তোলা সম্ভব! তাহলে শুনুন

মেসেজে হ্যাকাররা যে নম্বরটি পাঠাচ্ছে তা যদি আপনি ডায়াল করে ফেলেন। তাহলে প্রথমেই আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে পৌছিয়ে যাচ্ছে। ফলে তখন আপনি ফোনে কী কী করছেন হ্যাকার বা স্ক্যামার সমস্তটা জানতে পারছে। তারপরেই ঘটে যাচ্ছে আসল বিপদ। অর্থাৎ আপনার ফোনে কোনও OTP আসবে না। অথচ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত তথ্য উধাও হয়ে যাবে। সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম রুখতে সরকার একের পর এক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে। তা সত্ত্বেও দিনের পর দিন ক্রাইম বাড়ছে বই কমছে না। তাই এবার থেকে কোন কিছু ক্লিক করার আগে ভাবুন একটু।
https://fb.watch/t3JJ6pIefY/

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version