Barack Democratic Front: বরাকের সমস্ত জ্বলন্ত সমস্যা তুলে ধরে পৃথকীকরণের দাবি, দিল্লিতে স্মারকলিপি প্রদান বিডিএফের

।। প্রথম কলকাতা।।

Barack Democratic Front: বরাক উপত্যকাকে ঘিরে বেড়েই চলেছে উত্তেজনার পারদ। ভেঙে যেতে বসেছে আসাম! তীব্র হচ্ছে আন্দোলন। বহুদিন ধরেই বঞ্চনার শিকার বাঙালিরা। আর সহ্য নয়, এবার আলাদা রাজ্য চাই, দাবি আন্দোলনকারীদের। বরাকের সমস্ত জ্বলন্ত সমস্যা তুলে ধরে পৃথকীকরণের দাবিতে দিল্লিতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রীর কার্যালয়ে স্মারকপত্র জমা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের দশ সদস্যের প্রতিনিধি দল। বিডিএফ এর এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় সহ হৃষীকেশ দে,খাইদেম কান্ত সিং, আকমল হোসেন বরভূইয়া, নির্মল বর্মন, যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত, মিনহাজ উদ্দিন লস্কর, প্রমোদ শ্রীবাস্তব ,রাজু সিনহা প্রমুখ। গত দু’বছর ধরে রাজ্য সরকারের কাছে বারবার আবেদন, নিবেদন এবং বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি নেবার পরও সরকারের পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় সমস্যা সমাধানের জন্য এই স্মারকলিপি প্রদান করা হল।

উল্লেখ্য, ভারতের আসামে প্রায় সাড়ে তিন কোটি মানুষের বসবাস। যার মধ্যে ১ কোটি ২০ লক্ষ বাঙালি। অথচ বাঙালিরাই বঞ্চিত। তাই আসাম থেকে বেরিয়ে নতুন রাজ্যের দাবি বহুদিনের, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের(বিডিএফ)। অভিযোগ বলছে, আসামে বিপন্ন বাঙালিদের অস্তিত্ব। সমস্যা একদিনের কিংবা ১ বছরের নয়, বছরের পর বছর বাঙালিরা নিপীড়ন এবং বৈষম্যের শিকার। চরম অনিশ্চয়তায় আসামের বাঙালিরা। গ্রাস করছে একরাশ উৎকণ্ঠা। শুধু বাঙালি নয়, একই সমস্যার ভুক্তভোগী আরো বেশ কিছু ভাষাগোষ্ঠীর মানুষ।

বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, আসামের প্রান্তিক, অবহেলিত এক জনপদের প্রকৃত সমস্যা সম্বন্ধে কেন্দ্রীয় সরকারকে যথাযথ অবহিত করতেই তাঁদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত একটি গনতান্ত্রিক রাস্ট্র। তাই গনতান্ত্রিক ভাবে বরাকের জনগনের দুঃখ দুর্দশা, বঞ্চনা, বৈষম্য এর কথা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাস্ট্র মন্ত্রীকে অবহিত করার অধিকার সংবিধান স্বীকৃত। সেই উদ্দেশ্যেই তাঁদের এই দিল্লি সফর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version