।। প্রথম কলকাতা ।।
State Anthem: রাজ্য সরকার আয়োজিত প্রতিটি অনুষ্ঠানে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশিকা দিয়ে এমনটাই জানিয়ে দিলেন। পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ ঘোষণা করা হয়েছে, যাকে বলা হবে ‘বাংলা দিবস’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’-কে ‘রাজ্য সঙ্গীত’ ঘোষণা করা হয়েছে। তৃণমূলের পরিষদীয় দল গত সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব এনেছিল। নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের গরিমা, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের ‘রাজ্য দিবস’ ও ‘রাজ্য সঙ্গীত’-এর প্রয়োজনীয়তা মনে করা হয়েছে। প্রতিটি রাজ্যবাসীকে প্রতিবছর সম্মানের সঙ্গে ‘রাজ্য দিবস’ (যাকে ‘বাংলা দিবস’ বলা হবে) পালন করতে হবে।
শুধু তাই নয়, রাজ্য সরকারের প্রতিটি অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট ৫৯ সেকেন্ডের ‘রাজ্য সঙ্গীত’ গাইতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে অনুষ্ঠান শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘রাজ্য সঙ্গীত’ গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী পুরোনো নির্দেশই বাস্তবায়িত করল নবান্ন।
প্রসঙ্গত, ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে কোন দিনটিকে বেছে নেওয়া হবে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক চলেছে বেশ ভালো মতোই। প্রথমে ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করা হবে রাজ্য বিজেপির তরফে স্থির করা হয়েছিল। কারণ এই দিনটিতেই বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল। কিন্তু রাজ্যের শাসক দল ও বিশিষ্ঠজনেরা মনে করেছিলেন দেশভাগের সঙ্গে বেদনার স্মৃতি জড়িয়ে রয়েছে এই দিনটির সাথে। তাই ওই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে স্বীকৃতি পেতে পারে না। পরবর্তী পর্যায়ে নবান্নে এই নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পয়লা বৈশাখ পালন করা হবে এই বিশেষ দিনটি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম