Bangladeshi Youth Arrested: প্রেমিকার আবদার রাখতে গিয়ে ফ্যাঁসাদে বাংলাদেশি যুবক, চালান শ্রীঘরে

।। প্রথম কলকাতা ।।

Bangladeshi Youth Arrested: প্রেমের টানে দুই দেশের মাঝে থাকা সীমারেখা অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ ভারতে (India)। প্রেমিকার আবদার রাখতে পারলেও অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে। প্রিয় মানুষটির সঙ্গে দেখা করার জন্য পাসপোর্ট ভিসা ছাড়াই অবৈধভাবে এপারে চলে আসেন এক বাংলাদেশি যুবক (Bangladeshi Youth)। শুরু করেন বসবাস। প্রেমিকের অবৈধ আগমনকে যদিও প্রশ্রয় দিয়েছিলেন প্রেমিকা । কিন্তু শেষ রক্ষা হল না। গ্রেফতার করা হল ওই বাংলাদেশি যুবককে। একইসঙ্গে গ্রেফতার মুর্শিদাবাদের প্রেমিকাও।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার রাতে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থেকে ওই যুগলকে গ্রেফতার করা হয়। জানা যায় কাঁটাতার পেরিয়ে সোহেল রানা নামক ওই যুবক বাংলাদেশের কুড়িগ্রাম থেকে মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে আসেন। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মেয়েটির সাথে আলাপ হয় তাঁর। বন্ধুত্ব তৈরি হয় এবং পরবর্তীতে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। যুবকের দাবি, তাঁর প্রেমিকা আবদার করেছিলেন এক সপ্তাহের মধ্যে দেখা করার। এই আবদার মেটানোর জন্যই তিনি বিগত বছরের নভেম্বর মাসে অবৈধভাবে সীমান্ত (Border) পার করেন।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জলঙ্গি সীমান্ত থেকে তিনি চলে আসেন হরিহরপাড়ায়। বেশ কিছুদিন সেখানেই ছিলেন সোহেল। পরবর্তীতে কলকাতায় এসে একটি বেসরকারি প্রকল্পে কাজও করেন তিনি। বর্তমানে সোহেল থাকছিলেন হরিহরপাড়ার নসিপুরে তাঁর প্রেমিকার বাড়িতে। তবে পুলিশের কাছে গোপন সূত্রে খবর পৌঁছায়। তাঁরা হানা দেয় মেয়েটির বাড়িতে। সেখান থেকেই গ্রেফতার (Arrest) করা হয় সোহেলকে। একই সঙ্গে পুলিশ আটক করে তাঁর প্রেমিকাকে। দুজনকেই বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় আদালতে। বিচারকের নির্দেশ অনুযায়ী সাত দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে ওই দুজন। এই প্রসঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ জানান, নিয়ম ভঙ্গের জন্য অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়েছে। এগোচ্ছে তদন্ত প্রক্রিয়া।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version