।। প্রথম কলকাতা ।।
Bangladesh: আদানি গ্রুপের (Adani Group) বিভিন্ন কোম্পানির শেয়ার মার্কেটে এখন ব্যাপক ধস। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসতেই চাপে পড়েছে আদানি গ্রুপ। আর তার প্রভাব পড়তে পারে প্রতিবেশী দেশ বাংলাদেশে (Bangladesh)। বাংলাদেশের সঙ্গে আদানি গোষ্ঠীর একটি চুক্তি হয়েছিল। এবার সেই চুক্তি খতিয়ে দেখতে পারে ঢাকা। স্বাভাবিকভাবেই এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি গোষ্ঠীর শক্তি সংস্থার সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ আমদানির একটি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ঝাড়খণ্ডের গোড্ডার কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাবে প্রায় ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ। এবার সেই চুক্তি হয়ত বাংলাদেশ আবার খতিয়ে দেখতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে আদানি সংস্থাকে একটি চিঠি দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশে যাতে বিদ্যুৎ সরবরাহ করা যায় সেই জন্য আদানি গোষ্ঠী ফারাক্কায় বসাচ্ছে একটা হাইটেনশন পোস্ট। বিষয়টি নিয়ে আবার মামলার জল ঘোলা চলছে। বাংলাদেশে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহের বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। ভারত সবসময় চেয়েছে যাতে দেশের অর্থনৈতিক বৃদ্ধির ফলে প্রতিবেশীরাও উপকৃত হয়। এই বিষয়গুলি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে কোন প্রভাব পড়বে না। বাংলাদেশের আদানি থেকে বিদ্যুৎ কেনায় ভারত সরকারের কোন সংস্রব নেই ।
বাংলাদেশের বার্তা সংস্থা ইউএনবির তথ্য অনুযায়ী, আদানি কোম্পানির সঙ্গে যে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়েছিল তা সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ। আর নাহলে সেই চুক্তি বাতিল করা হতে পারে। একটা সময় বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় ক্ষেত্রে হিসেবে দেখেছিল আদানি গ্রুপ। সেই হিসেবে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করেছে। আদানি গ্রুপ বাংলাদেশকে ঘিরে খাদ্য, বন্দর, অবকাঠামোসহ বিশাল পরিকল্পনা করলেও তাহলে কি সব ভেস্তে যাবে? এই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ যেভাবে আদানির সম্পদে অপ্রত্যাশিত পতন ঘটছে সেখানে এখন আদানি বিশ্বের শীর্ষ বিলিয়নেয়াদের তালিকায় নেমে এসেছেন ১৬ নম্বরে। আদানি গ্রুপ বাংলাদেশ ভারতসহ নানান দেশে বন্দর, পরিবহন, বিদ্যুৎ, রেল, ভোজ্য তেল, আবাসন, আর্থিক খাতসহ নানান ক্ষেত্রে যুক্ত রয়েছে। বাংলাদেশে আদানি গ্রুলের সবথেকে বড় বিনিয়োগ এই গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে। যা এখন বড়সড় প্রশ্নের মুখে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম