India Bangladesh: বাংলাদেশ বড় কৃতজ্ঞ ভারতের কাছে! আজকেই সেই বিশেষ দিন, বাংলাদেশীরা আদৌ মনে রেখেছেন ?

।। প্রথম কলকাতা ।।

India Bangladesh: বাংলাদেশ আজকের দিনটার জন্য বড় কৃতজ্ঞ ভারতের কাছে। আজকের দিনে ভারত ঢাকাকে দিয়েছিল বড় কিছু। বাংলাদেশের আমজনতা কী মনে রেখেছে ভারতের অবদান? বাড়তে থাকা ভারত বিদ্বেষ বড় উদাহরণ এমন কী ঘটেছিল বাংলাদেশে? ভারতের বদনাম করার আগে সেটা জানাটা দরকার। ৬ ডিসেম্বর, বাংলাদেশের স্বাধীনতা দিবস নয় বা মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ তারিখ নয়। তা সত্ত্বেও বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে রাখে আজকের তারিখ এর কারণ আপাদমস্তক জড়িয়ে রয়েছে ভারতের সঙ্গে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে তৈরি হয় বাংলাদেশ। তবে আজকের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর এই দিনেই বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল ভারত। পাকিস্তান এরপরেই কী স্টেপ নিয়েছিল জানেন?

আপনি ঠোঁট উল্টে বলতে পারেন এ আবার এমন কী ব্যাপার? কিন্তু না, এ খবরটা আজ সাধারণ বলে মনে হলেও ১৯৭১ এ ভারতের এই শিলমোহরের গুরুত্ব ছিল অনেক অনেক বেশি। কেন ভারতের একটা স্বীকৃতি ম্যাটার করেছিল এত তৎকালীন বাংলাদেশের জন্য?দিল্লির একটা ঘোষণার পর পরপর ঘটে গেছিল অনেক কিছু কিন্তু বাংলাদেশের বর্তমান প্রজন্ম কি এর খোঁজ রাখে? ইতিহাসের পাতা উলটিয়ে ১৯৭১ সালে পৌঁছলে দেখা যায় এ দিনই ভারতের সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। এরপরে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকেও চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশেকে তখন সেই পরিস্থিতিতে স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারতের এই স্বীকৃতি ছিল আন্তর্জাতিক স্তরে বড়সড় পদক্ষেপ।

কারণ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভারতের সিদ্ধান্ত সোভিয়েত ইউনিয়নকে জানানো হয়। ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়ার ৫ ঘণ্টা পরে পাকিস্তান সরকার ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল আরও বহু দেশ ভারত স্বীকৃতি দেয়ার কয়েক ঘণ্টা পরেই ভুটান তারবার্তার মাধ্যমে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর বাংলাদেশের ফেনী, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও লালমনিরহাট পাকিস্তানের হানাদারদে থেকে মুক্ত হয়। ১৯৭১ ভারত পাকিস্তান যুদ্ধে নেপথ্যে কিন্তু স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ কোনওদিনও অস্বীকার করতে পারবে না। পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার যুদ্ধে ভারত কীভাবে পাশে ছিল এমনকি পাকিস্তানের ভেতরে বোমা নিক্ষেপ করে ভারতীয় বিমান বাহিনী। শেষ অবধি মাথা নত করতে বাধ্য হয় পাকিস্তান সেনাকে।

অনেকেই বলেন এসব কথা কী ক্রিকেট নিয়ে ভারতবিদ্বেষী মন্তব্য করা বাংলাদেশের তরুণ সমাজ কী আদৌ এই ইতিহাস জানে? বাংলাদেশের গণমাধ্যম কি পৌঁছে দিচ্ছে এই ইতিহাস না তারা এড়িয়ে যাচ্ছে সচেতনভাবে? এক সময়ে প্রজন্মের ব্যবধানে হারিয়ে যাবে না তো এই গুরুত্বপূর্ণ ইতিহাসনির্ভর তথ্য? ভারত বাংলাদেশকে এদিন আনুষ্ঠানিক স্বীকৃতি দানের কয়েক ঘণ্টা পরেই কলকাতায় মাটিতে উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। পতাকা উত্তোলন করেছিলেন কলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান হোসেন আলী। তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় বাহিনীর বীর সৈনিকেরা যেভাবে এগিয়ে এসে বাংলাদেশকে বিজয়ের দিকে অগ্রসর করেছেন তা অতুলনীয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version