Bangladesh Book Fair in Kolkata: ২ ডিসেম্বর থেকে কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’, চলছে চূড়ান্ত প্রস্তুতি

।। প্রথম কলকাতা ।।

Bangladesh Book Fair in Kolkata: আগামী ২ ডিসেম্বর থেকে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ বইমেলা ২০২২। করোনার কাঁটা কাটিয়ে দু’বছর পর ফের কলকাতায় আয়োজন করা হচ্ছে বাংলাদেশ বইমেলার। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে কলেজ স্কোয়ারে। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালের বাংলাদেশ বইমেলার উদ্বোধন করবেন ওপার বাংলার শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি।

সময় টিভির প্রতিবেদন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালে কলকাতায় প্রথমবার আয়োজন করা হয়েছিল বাংলাদেশ বইমেলার। সেবারে এটি রবীন্দ্রসদনের গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় আয়োজন করা হয় । ২০১৯ সাল পর্যন্ত টানা এই মেলা অনুষ্ঠিত হয় কলকাতার বুকে। কিন্তু ২০২০ সালে করোনার কারণে মেলা করা যায়নি। ২০২১ সালেও মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তবে অবশেষে অনিশ্চয়তার জট কাটিয়ে ২০২২ সালে ডিসেম্বরের একেবারে প্রথম দিকে শুরু হতে চলেছে বাংলাদেশ বইমেলা। অন্যদিকে বাংলাদেশ বইমেলা কলকাতার কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়েও একটা সমস্যা সৃষ্টি হয়েছিল।

দশম বাংলাদেশ বইমেলা কলকাতায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে কলেজ স্কোয়ারে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে মেলা প্রাঙ্গণ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। সময় টিভিকে অভিযান প্রকাশনীর প্রকাশক মারুফ হোসেন জানান, ‘পশ্চিমবঙ্গে বই বলতেই আমরা বুঝি কলেজ স্ট্রিট। সেই কলেজস্ট্রিটে বাংলাদেশ বইমেলা হওয়া অত্যন্ত আনন্দের খবর। পাঠকেরাও এই মেলায় আসতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন’। এছাড়াও কলেজ থেকে ফেরার পথে পড়ুয়াদের জন্য বাংলাদেশ বইমেলায় আসা বেশ সুবিধাজনক হবে বলে জানিয়েছেন তাঁরা।

চন্দ্রাবতী অ্যাকাডেমি, আদর্শ শব্দশৈলী, অন্বেষা প্রকাশন, দেশবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতি জাদুঘর, নবযুগ প্রকাশনী সহ মোট ৬৯ টি বাংলাদেশি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে কলকাতার বাংলাদেশ বইমেলাতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version