Amitabh in KIFF 2022: অমিতাভ বচ্চনের কাছে বাংলা স্পেশাল জায়গা! তাঁর ভারতরত্ন পাওয়া উচিত, জানালেন মুখ্যমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

Amitabh in KIFF 2022: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে বাঙালি পেল তাদের সেই চিরকাল জামাইবাবুকে। যেখানে তিনি স্পষ্ট বাংলায় বলেন “ধন্যবাদ কলকাতা, চিরকাল আপনাদের জামাইবাবু থাকব”। বুঝতেই পারছেন এই ব্যক্তিটি কে, সবার প্রিয় বলিউড স্টার অমিতাভ বচ্চন। বাঙালি স্বমহিমায় পুনরায় বাংলার জামাইবাবুকে ফিরে পেল এই চলচ্চিত্র উৎসবের মঞ্চে। মঞ্চে প্রথমে তিনি জানিয়েছেন, “মমতা দিদি আপনাকে ধন্যবাদ। আমাকে এখানে ডাকার জন্য কলকাতাকে জানাই অনেক ধন্যবাদ। আপনাদের জামাইবাবু চিরকাল আপনাদের জামাইবাবু থাকবে। আমার প্রথম কাজ, জয়াকে প্রথম ছবি দেয়ার জন্য কলকাতাকে কুর্নিশ জানাই। বাংলা একটা স্পেশাল জায়গা আমার কাছে”।

এই চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনের বেশ কিছু কালজয়ী ছবি দেখানো হবে। যেহেতু তিনি ২০২২ এ ৮০ বছরে পা দিলেন, সেই উপলক্ষেই একটি প্রদর্শনী থাকবে। চলচ্চিত্র উৎসবে দেখানো ছবিগুলির তালিকা রয়েছে অমিতাভ বচ্চনের দিওয়ার, অভিমান সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবি।

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তিনি অতিমারি সম্পর্কে জানিয়েছেন “উৎসবের স্পিরিট সবসময় শীর্ষে থাকে। এই অতিমারি আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। আমাদের একজোট হয়ে সবাইকে এগিয়ে যেতে হবে”। এই উৎসবের মঞ্চেই অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অমিতাভ বচ্চন ভারতের আইকন, তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরে অমিতাভ বচ্চন ফিল্মে কাজ করছেন। তিনি মানুষ হিসেবেও খুব বড়। মুখ্যমন্ত্রী তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version