Brazilian girl and Nabadwip boy: বাঙালিবাবুকে বিয়ে বিদেশিনীর! ব্রাজিল থেকে সোজা নবদ্বীপ, একেই বলে প্রেম

।। প্রথম কলকাতা ।।

 

Brazilian girl and Nabadwip boy: পান পাতায় মুখ ঢেকে ব্রাজিলিয়ান বউ। বিয়ে করলেন নবদ্বীপের কার্তিককে। টিনের বাড়িতেই বাঁধলেন ঘর। ম্যানুয়েলা কীভাবে হঠাৎ কার্তিক মণ্ডলের পাত্রী হলেন? নবদ্বীপের সাধারণ ঘরের ছেলেকে বিদেশিনীর কেন পছন্দ হল? মনে প্রশ্ন আসছে তো? তাহলে শুনুন ম্যানুয়েলা -কার্তিকের সেই প্রেমকাহিনী।

 

নবদ্বীপের বাসিন্দা কার্তিক মণ্ডলের সঙ্গে ম্যানুয়েলা অলভেস দ্য সিলভার আলাপ হয় ফেসবুকে। তাও প্রায় বছর ছয় আগে। মেসেঞ্জারে তাঁদের টুকটাক কথাবার্তা হত।

 

একে অপরের প্রেমে পড়ে যান কার্তিক-ম্যানুয়েলা। একসময় ব্রাজিলিয়ান মেয়েটি ঠিক করে ফেলেন  নিজের ভালোবাসার মানুষের সঙ্গেই ভারতে এসে সংসার করবেন। প্রথমে তাই সুদূর ব্রাজিল থেকে ম্যানুয়েলা এসে হাজির হয়েছিলেন কার্তিকের দিল্লির ভাড়া বাড়িতে। আর সেটা জামাইষষ্ঠীর আগের দিন। পরে সেখান থেকে তিনি পৌঁছোন নবদ্বীপের ফরাসডাঙার টিনের চালের বাড়িতে।

 

শুভলগ্নে বাঙালি রীতি মেনেই সাতপাকে ঘুরলেন কার্তিক ও ম্যানুয়েলা। কলকা করা পানপাতায় মুখ ঢেকে শুভদৃষ্টি হল তাঁদের। যদিও ভাষার কারণে বিয়ের মন্ত্রউচ্চারণে
কিছুটা সমস্যা হচ্ছিল ম্যানুয়েলার। বাঙালি পুরোহিতমশাই-এর বলা মন্ত্র স্মার্ট অ্যাপের মাধ্যমে কার্তিক পর্তুগিজ ভাষায় বদলে দিচ্ছিলেন কার্তিক। তবে বাঙালি পুরোহিতের বলা
মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করছিলেন ম্যানুয়েলা।

 

কিন্তু প্রেমের শুরুটা ঠিক কীভাবে হয়?

 

হাতুড়ে ডাক্তার দিলীপ মণ্ডলের একমাত্র ছেলে কার্তিক। সুরাতে দুবছর যাবত অ্যালোপ্যাথিক ক্লিনিক চালাচ্ছেন। ৬ বছর ধরে পরিচয় মানোয়েলা অর্থাৎ মানুর সঙ্গে। ও এমবিএ করে অ্যাকাউন্টিংয়ের কাজ করত। ওর মাতৃভাষা পর্তুগিজ। কার্তিক তখন অ্যাপের মাধ্যমে কথা বলতেন। পরবর্তীতে ওর বাবা, মা, ভাই, বোন সবার সঙ্গে পরিচয় হয়
তারপর ওকে ভালোবাসার কথা বলেন। একমাস পর ম্যানুয়েলা মত দেয়। দেড় মাস আগে ও সুরাতে এসেছে। এক সপ্তাহ হল এই বাড়িতে আসার পরে ধীরে ধীরে বাংলা বুঝতে শিখেছে।

 

কার্তিক-ম্যানুয়েলার এই বিয়েতে অমত হয়নি দুই পরিবারেরও। কার্তিকের পরিবারের তরফে ব্রাজিলে ম্যানুয়েলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা তাঁদের মেয়ের ইচ্ছাতেই সম্মতি জানায়।

https://fb.watch/sTWePJReGW/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version