Vande Bharat Express : ফের আক্রান্ত বন্দে ভারত, পাথর-হামলায় আতঙ্কিত যাত্রীরা

।। প্রথম কলকাতা ।।

Vande Bharat Express : গত বছরের ৩০ ডিসেম্বর বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে এনজেপি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হয়ে এক মাস সময়ও অতিক্রম হয়নি। তার মধ্যে প্রায় চারবার এই এক্সপ্রেস ট্রেনের উপরে চলল হামলা। আবারও হাওড়া থেকে এনজেপিগামী এই এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে পাথর বৃষ্টি হয় এমনটাই অভিযোগ উঠে এসেছে। এবারে ঘটনাটি চন্দনপুর ও বর্ধমান স্টেশনের মধ্যে ঘটেছে বলে অভিযোগ (Allegation) করা হচ্ছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আতঙ্কিত যাত্রীরা।

যদিও রেলে তরফ থেকে সরকারিভাবে কোন বিবৃতি দিয়ে এই নতুন হামলা সম্পর্কে কিছু জানানো হয়নি । সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এইবার পাথর বৃষ্টি হয় সি ৫ কামরায়। সোমবার সকাল ৬ঃ৪০ নাগাদ ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। যার কারণে ভেঙে যায় ওই কামরার কাঁচ। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার দ্বিতীয় দিন মালদার কুমারগঞ্জ এলাকা থেকে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তার পরের দিন বিহারের মাঙ্গুরজান এলাকায় চলে এক্সপ্রেস ট্রেনের পাথর হামলা। পরবর্তীতে আবারও বিহারের বারসই স্টেশন ছাড়ার পর ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়।

এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল বর্ধমানের (Bardhaman) কাছাকাছি এলাকায়। এর আগে রবিবার যাত্রীরা বিহারের বারসই জংশনের কাছে এক্সপ্রেস ট্রেনটি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ তুলেছিলেন। যদিও রেলের তরফ থেকে সেই অভিযোগকে অস্বীকার করা হয়। জানানো হয় ওইদিন কোনরকম পাথর ছোড়া হয়নি। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের যাত্রীদের একাংশের তরফ থেকে সি ৫ কামরায় পাথর ছোড়ার অভিযোগ উঠে এল। যাত্রীদের একাংশের দাবি , বর্ধমানের আগে এই পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে সোমবার। কাজেই সম্পূর্ণ বিষয়টি এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version