।। প্রথম কলকাতা ।।
Vande Bharat Express: দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি সুপারফাস্ট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) গত ৩০ ডিসেম্বর ২০২২ এ উদ্বোধন হয় বাংলায়। তবে এই ট্রেনটি বাংলায় যাত্রা শুরু করার পর থেকেই একের পর এক কারণে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। কখনও বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে লাগাতার হামলার ঘটনা সামনে এসেছে, কখনও আবার খাবারের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। এবারও ঘটল সেই একই ঘটনা। বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন একাধিক যাত্রী। অভিযোগ (Complaint) জানানো হয় আইআরসিটিসিতে (IRCTC)।
বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনে এসে পৌঁছায় রাত সাড়ে দশটা নাগাদ। ওই ট্রেনের সি ১৩ কোচে থাকা যাত্রীরা অভিযোগ জানান যে, তাদেরকে ডিনারে দেওয়া ডাল (Daal)। যা একেবারে পচে গিয়েছিল। এমনকি সেই ডাল থেকে পচা গন্ধ পর্যন্ত পর্যন্ত বেরোচ্ছিল। টাকা দেওয়ার পরেও খাবারের ক্ষেত্রে এমন পরিষেবা একেবারেই মেনে নিতে পারেন নি যাত্রীরা। যার কারণে আইআরসিটিসিতে অভিযোগ জানানো হয়। যাত্রীদের কথায়, ট্রেনের গতিবেগ নিয়ে তাদের কোনরকম অভিযোগ নেই। কিন্তু পচা খাবার (Bad Food) দেওয়ায় অত্যন্ত বিরক্ত হন যাত্রীরা।
যদিও ট্রেনের অন্যান্য কোচের যাত্রীদের তরফ থেকে কোন অভিযোগ এখনও পর্যন্ত ওঠেনি। এই অভিযোগ কেবলমাত্র উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস এর সি ১৩ কোচ থেকে। হাওড়া স্টেশনে ট্রেন থামার পরেই রেলের হেল্পলাইন নম্বরে ফোন করে এই অভিযোগ জানানো হয় এবং লিখিত অভিযোগও জানানো হয়েছে। আইআরসিটিসি তরফ থেকে যাত্রীদের এই অভিযোগগুলিকে খতিয়ে দেখা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। যদি অভিযোগে কোনরকম সত্যতা থাকে তাহলে যে সংস্থা বন্দে ভারত এক্সপ্রেসে খাবার সরবরাহ করছে তাদেরকে জরিমানা করা হবে। এমনটাই জানা গিয়েছে ‘এই সময়’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে।
উল্লেখ্য, উদ্বোধনের পর থেকেই বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস সংবাদ শিরোনামে উঠে এসেছে বারবার। কারণ এই সেমি সুপারফাস্ট ট্রেনটি উদ্বোধনের পরেই হামলার শিকার হয়। তার ওপরে হামলা হয় একবার-দুবার নয়, প্রায় চার বার। পাথর বৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছিল। আর এবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলার বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের গুণগতমান নিয়ে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম