Pakistan Army Chief: বাজওয়ার জায়গায় নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা পাকিস্তানের, কে আসিম মুনির?

।। প্রথম কলকাতা ।।

Pakistan Army Chief: নয়া সেনাপ্রধান পেল পাকিস্তান। দেশের নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল আসিম মুনিরের নাম ঘোষণা করা হয়েছে। জেনারেল কামার বাজওয়ার থেকে এবার দায়িত্ব যাবে তাঁর হাতে। ২৯ নভেম্বর অবসর নিচ্ছেন বাজওয়া। সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অফ স্টাফ এবং লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আসিম মুনিরকে সেনাপ্রধান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল হিসেবে মুনিরের মেয়াদ বাজওয়ার অবসরের দু’দিন আগে শেষ হতে চলেছে। আর বর্তমান সেনাপ্রধান অবসর নেওয়ার আগেই কাকে সেই জায়গায় বসানো হবে, তার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। সেদিক থেকে এই নিয়োগ নিয়ে সমস্যা তৈরি করতে পারেন ইমরান খান। অন্ততপক্ষে রাজনৈতিক মহলের ধারণা এমনটাই। এমনিতেই ইমরান খানের সঙ্গে আসিমের সম্পর্ক খুব একটা মধুর নয়।

২০১৭ সালের প্রথমে সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল মুনিরকে। ২০১৮-তে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান হন তিনি। তবে বেশিদিন সেই পদ ধরে রাখতে পারেননি। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরানের স্ত্রী বুশরা বিবির পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন আসিম। আর তারপর মাত্র ৮ মাসের মধ্যেই তাঁকে আইএসআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

পাকিস্তানের মাংলায় অবস্থিত অফিসার্স ট্রেনিং স্কুলের দরুন সেনাবাহিনীতে পা রাখেন আসিম মুনির। পরে পাকিস্তানের উত্তরাঞ্চলে মোতায়েন করা সেনা সদস্যদের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ফোর্স কমান্ড নর্দান এরিয়াসের কমান্ডার ছিলেন এই ব্যক্তিত্ব। একই সময়ে সেনাবাহিনীর এক্স-ফোর্সের দায়িত্বে ছিলেন বর্তমান সেনাপ্রধান। যার দরুন বাজওয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় মুনিরের। এবার পাক সেনার গুরুত্বপূর্ণ পদে তাঁকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে নিয়োগ নিয়ে ঝামেলা করতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এই মুহূর্তে একাধিক সমস্যার মোকাবিলা করছে পাকিস্তান। বিশেষজ্ঞদের কথায়, বিদায়ী সেনাপ্রধানের ঘনিষ্ঠ আসিম। সেক্ষেত্রে প্রাক্তন সেনাপ্রধানের পথ অনুসরণ করবেন তিনি, তা বলা যায়।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version