।। প্রথম কলকাতা ।।
Raveena Tandon: রূপে লক্ষ্মী গুণে সরস্বতী রবিনার মেয়ে রাশা থডানি। একেবারে মায়ের কার্বন কপি। রবিনার মেয়ে রাশাকে দেখেছেন? রাশার গান শুনলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। সমস্ত স্টাকিডদের কিন্তু পেছনে ফেলে দিচ্ছেন রাশা। নেটিজেনরা দেখে বলছেন, এ তো জুনিয়র রবিনা ট্যান্ডন। আচ্ছা, বলিউডে কি আসছেন তিনি? নাকি গান নিয়েই গড়বেন কেরিয়ার? কোন দিক দিয়ে বাকি স্টারকিডদের মাত দিচ্ছেন রাশা?
অভিনেতার সন্তানকে অভিনেতাই হতে হবে। এটাই যেন বলিউডের অলিখিত নিয়ম। তাতে সে ট্যালেন্ট থাক বা না থাক। তবে রবিনার কন্যা রাশার ব্যাপারটা কিন্তু অন্য। তিনি হচ্ছেন গুণী মায়ের গুণী মেয়ে। দেখতেও যে অবিকল মায়েরই মত। তবে কেরিয়ারের দিক দিয়ে রাশার হাতে কিন্তু খুলা ছুট রয়েছে। রবিনা তো বলেই দিয়েছেন, রাশা যা চাইবে সেটাই হবে। তা আপনি কি জানেন, রাশা ঠিক কতটা ভালো গায়িকা।
হ্যাঁ এটা অনেকেই জানেন না যে, রাশা থডানীর গানের গলাটি খাসা। আর তার প্রমাণ তো রবিনা নিজেই দিয়েছেন। প্রায়শই ইনস্টাগ্রামে মেয়ের গানের ভিডিও পোস্ট করেন তিনি। শোনা যায়, মাত্র ছ’বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নিচ্ছেন রাশা। তালিম নিয়েছেন বিখ্যাত শিল্পী শঙ্কর মহাদেবনের সঙ্গীত শিক্ষাকেন্দ্র থেকে। রাশা একাধারে যেমন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত গায়, অন্যদিকে ওয়েস্টার্ন মিউজিকেও তার জুড়ি মেলা ভার। গলায় যেন সাক্ষাৎ সরস্বতী বাস করেন।
অনেকেই তো বলছে, ট্রেন্ডে গা ভাসিয়ে অভিনয়ে আসার চেয়ে, গান নিয়ে থাকলেই অনেক উন্নতি করতে পারবেন রাশা। আর এটাই বা কে বলতে পারে যে, রাশাই হয়ত হয়ে উঠতে পারেন একজন ইন্টারন্যাশনাল সিঙ্গার। হুম, সম্ভাবনা তো রয়েইছে। তা কী মনে হয় আপনার? বাকিদের মত রাশারও অভিনয় জগতেই আসা উচিত নাকি থাকা উচিত গান নিয়েই? জানাবেন আপনার মতামত।
অবশ্য সিদ্ধান্ত তো রাশারই হবে। তবে শোনা যায় রবিনা এটা নিয়ে চাপ দিতে রাজি নন। তিনি জানেন, অভিনয়টা তার মেয়ের প্যাশন এবং ভালোবাসার জায়গা। আবার গানটাও ভালোবেসেই গায়। অন্যদিকে পড়াশোনাতেও রাশা বেশ তুখোড়। অর্থাৎ একেবারে মাল্টি ট্যালেন্টেড যাকে বলে। তবে জানেন এতটা ট্যালেন্টেড হয়েও রাশা কিন্তু বড্ড ডাউন টু আর্থ।
অন্যান্য স্টারকিডদের মত দেখনদারির পেছনে ছোটেননা তিনি। এখনও পর্যন্ত তার নামে কোনও স্ক্যান্ডেল কিন্তু আমরা শুনতে পাইনি। ইদানিং তো ইন্ডাস্ট্রির সাথেও যোগাযোগ বাড়িয়েছেন। তারপরেও বলিউডের পার্টি, হুল্লোড়েও খুব একটা দেখা যায়না তাকে।
অবশ্য এটার ক্রেডিট কিন্তু রবিনাকেও দিতে হয়। কারণ তার স্বভাবটাও যে অনেকটা এরকমই। আচ্ছা এটা কি জানেন, রাশার আগেও রুবিনার আরও দুটি মেয়ে রয়েছে। হ্যাঁ, এটা অনেকের অজানা। আসলে বিয়ের বহু বছর আগেই ছায়া ও পূজাকে দত্তক নিয়েছিলেন রবিনা। তাদেরকেও কিন্তু রাশার মতোই আদর যত্ন দিয়ে বড় করেছেন তিনি। আর মায়ের এই স্বভাবটা দেখেই বড় হয়েছে রাশা। আর সেই কারণেই হয়ত নিজেকেও মায়ের মত করেই গড়ে তুলেছেন। হয়ত অল্প বয়সেই বুঝেছেন যে, ট্যালেন্ট থাকলে কোনোকিছুর পেছনে ছুটতে হয়না। সাফল্য নিজেই এসে ধরা দেয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম