নেপাল থেকে ভারতকে অ্যাটাক! চীনের দুঃসাহসীক বদলা, এ কী করল বেজিং

।। প্রথম কলকাতা ।।

চীনের দুঃসাহস চরমে দাওয়াই দিতে প্রস্তুত দিল্লি
নেপালে মাটিতে দাঁড়িয়ে ভারতের প্রকাশ্যেই বদনাম। চীনের ‘উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি’ বড় বিপদ ডাকতে পারে কাঠমান্ডুর কানে লাগাতার কুমন্ত্রনা সহ্য করবে না ভারত। বেজিং প্রমাণ করে দিল তারাই ভিলেন ভারত-নেপাল সম্পর্কে যেটুকু ধস নেমেছে সেটা একমাত্র তাদের জন্য কিন্তু চীন তাতে একেবারেই স্যাটিসফাইড নয় দিল্লির সঙ্গে নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এবার প্রকাশ্যে কাঠমান্ডুর ব্রেনওয়াশের চেষ্টা! ভাববেন না জি২০ নিয়ে ভারত ব্যস্ত আছে বলে ছেড়ে দেওয়া হবে চীনকে।

হঠাৎ করে কেন এখনই, এই সময়ই ‘উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি’র রাস্তায় চলতে শুরু করল বেজিং? ভারত যে ম্যাপ বিতর্কের পরও তাদের বিশেষ পাত্তা দিচ্ছে না এটা কি মেনে নেওয়া আর সম্ভব হচ্ছে না তাদের পক্ষে? নেপালে দাঁড়িয়ে যা বললেন চীনা রাষ্ট্রদূত তা শুনে তাবড় তাবড় রাজনীতিবিদরাও রীতিমত হতবাক। কাঠমান্ডুর বানেশ্বর এলাকার এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন নেপালে থাকা চীনা রাষ্ট্রদূত চেন সং। সেখানে গোটা গোটা ভাষায় সং বলেন ভারতের মতো প্রতিবেশী পাওয়াটা ‘নেপালের দুর্ভাগ্য’ কারণ, প্রতিবেশী দেশগুলি সম্পর্কে ভারতের নীতি মোটেই বন্ধুত্বপূর্ণ নয়। তিনি আরও দাবি করেন, অর্থনৈতিক বিষয়ে শিক্ষা নেওয়ার জন্য কাঠমান্ডুর উচিত চীনের দিকে তাকানো।

চেন সংয়ের দাবি, দুর্ভাগ্যবশত, আপনাদের ভারতের মতো এক প্রতিবেশী রয়েছে। ভারত এক বিশাল বাজার আছে, বিশাল সম্ভাবনা আপনারা তা ব্যবহার করতেই পারেন কিন্তু একই সঙ্গে, নেপাল এবং অন্যান্য প্রতিবেশীদের প্রতি
ভারতের নীতি তেমন বন্ধুত্বপূর্ণ নয় এবং নেপালের জন্য বিশেষ লাভজনক নয়। এতবড় কথা ভারতের বিরুদ্ধে কীভাবে বললেন চীনা রাষ্ট্রদূত? তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠছে। চীন কী তাহলে একেবারেই নেপালের সঙ্গে ভারতের বেড়ে চলা সখ্যতায় ব্যাঘাত ঘটাতে চাইছে। এর উত্তর চোখ বুঝে বলা যায় হ্যাঁ চাইছে। বিশ্লেষকদের মতে, সম্ভবত জি২০ শীর্ষ সম্মেলনের আগে ‘উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি’ বা ‘নেকড়ে যোদ্ধা কূটনীতি’ গ্রহণ করেছে বেজিং। এর মানে এই নীতিতে, চিন সরকার, চিনা কমিউনিস্ট পার্টির কোনওরকম সমালোচনা সহ্য করা হয় না। যে কোনও ভাবে বিরুদ্ধ প্রচার দমন করা হয় ম্যাপ বিতর্কের পরই তো ভারত পাল্টা তোপ দেগেছিল চীনের বিরুদ্ধে তাহলে এটা কী সেটারই বদলাৎবেজিং রেডি থাকুক ভারত এবার খেলবে অন্য পথে দাবি দেশের কূটনৈতিক মহলের।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version