Inauguration Of Taratala Metro: প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শনিবারই জোকা-তারাতলা মেট্রো উদ্বোধনের চেষ্টায় কর্তৃপক্ষ

।। প্রথম কলকাতা ।।

Inauguration Of Taratala Metro: বড়দিনের (Christmas) আগেই হয়তো কলকাতাবাসী মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এক বড় উপহার পেতে চলেছেন। সবদিক ঠিক থাকলে সম্ভবত শনিবার অর্থাৎ আগামীকাল জোকার থেকে তারাতলা মেট্রো রুটের (Joka to Taratala Metro Route) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হবে। শনিবার তিলোত্তমায় উপস্থিত থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে তাঁর উপস্থিতিতেই জোকা রুটের ছয়টি স্টেশনের উদ্বোধন সেরে নিতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও রেল মন্ত্রকে তরফ থেকে এই সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

জানা গিয়েছে মেট্রো কর্তৃপক্ষ রেলমন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়েছে উদ্বোধনের বিষয়কে কেন্দ্র করে। মেট্রো কর্তৃপক্ষ চাইছেন যাতে শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই এই কাজটি সম্পন্ন হয়। তবে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে রেলমন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়নি যে কার হাত দিয়ে উদ্বোধন হবে জোকা- তারাতলা মেট্রো রুটের । যদিও মেট্রো কর্তৃপক্ষ নিজেদের প্রস্তুতিতে কোনরকম খামতি রাখছেন না। বেশ কয়েকদিন পূর্বেই রেলওয়ে সেফটি কমিশনার নিজে এই রুটের সমস্ত প্রস্তুতি পরিদর্শন করেন। ছাড়পত্র দেওয়ার কাজ শেষ হয়েছে । এবার শুধুমাত্র এই রুটে মেট্রো পরিষেবা শুরু হওয়ার অপেক্ষা।

জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের মেট্রো প্রকল্প বহুবার বাধার সম্মুখীন হয়েছে । জমি জট থেকে শুরু করে মাঝেরহাটের সেতু বিপর্যয় এবং আর্থিক দিক থেকেও বিভিন্ন সমস্যা বারে বারে দেখা দিয়েছে। তবে অবশেষে এই রুটের ছ’টি স্টেশন অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত স্টেশনগুলি একেবারে তৈরি হয়ে গিয়েছে। ট্রায়াল রান হয়ে গিয়েছে বেশ কয়েকবার, মিলেছে ছাড়পত্র। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে প্রত্যেকটি স্টেশনের জন্য ভাড়াও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ উদ্বোধন হয়ে গেলেই যাত্রী নিয়ে তারাতলা থেকে জোকাতে যাবে মেট্রো। আর তারপর আবার উল্টো পথে জোকা থেকে ফিরে আসবে তারাতলায়। আপাতত এই রুটে চলবে ওয়ান মেট্রো সার্ভিস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version