।। প্রথম কলকাতা ।।
Market Price: টালমাটাল আবহাওয়ার কারণে প্রভাব পড়ছে বাজার দরে। আবহাওয়া খারাপ হলেই ফসলের ক্ষতি, আর সেই ক্ষতির ছ্যাঁকা লাগবে মধ্যবিত্তের গায়ে। আর কয়েকটা দিন পরেই নতুন বছর। রীতিমত সব জায়গাতেই রয়েছে উৎসবের আমেজ। বেশ কিছুদিন আগে বাজারদর কিছুটা কমলেও তা আবার বাড়তে শুরু করেছে। তবে বর্তমান বাজারদর দেখে আশঙ্কা করা যাচ্ছে, নতুন বছর শুরু হওয়ার প্রথম সপ্তাহ পর্যন্ত দাম ঊর্ধ্বমুখী থাকবে। বিশেষ করে শীতের এই সময়ে ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, বিট, ওলকপি জাতীয় সবজি গুলি অত্যন্ত সস্তা হয়। কপির দাম এখন মোটামুটি সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। কিন্তু আতান্তরে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বাজার যাওয়ার আগে সবজির দরদাম এক নজরে দেখে নিন।
কুমড়ো – ২৫ থেকে ৩৫ টাকা
কাঁচা লঙ্কা – ৬০ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ১০ থেকে ১৫ টাকা
শশা – ৩০ থেকে ৪০ টাকা
গাজর- ২৫ থেকে ৩৫ টাকা
বিন কড়াই- ৪৫ থেকে ৫৫ টাকা
টমেটো- ৩৫ থেকে ৪৫ টাকা কেজি
ধনেপাতা – ৪০ থেকে ৫০ টাকা ( বান্ডিল ৩ থেকে ৫ টাকা )
করোলা – ৪০ থেকে ৫৫ টাকা
মুলো- ৫০ থেকে ৬০ টাকা ( পিস – ৪ থেকে ৬ টাকা)
পিয়াঁজকলি – ৩৫ থেকে ৪৫ টাকা
বেগুন- ২৫ থেকে ৪০ টাকা
ফুলকপি – ১০ থেকে ১৫ টাকা পিস
বিট – ২৫ থেকে ৩৫ টাকা
সিম – ২৫ থেকে ৩০ টাকা
মটরশুঁটি- ৫০ থেকে ৬০ টাকা
নতুন আলু- ১৮ থেকে ২২ টাকা
পুরনো আলু- ১৭ থেকে ২০ টাকা
চন্দ্রমুখি আলু – ২২ থেকে ২৬ টাকা
পিঁয়াজ – ৪০ থেকে ৫০ টাকা
আদা- ৬০ থেকে ৭০ টাকা
রসুন – ৮০ থেকে ৯০ টাকা
ক্যাপসিকাম – ৫০ থেকে ৬০ টাকা
কচু – ২৫ থেকে ৩০ টাকা
কাঁচকলা – ৪ থেকে ৫ টাকা পিস
ওলকপি – ৫ থেকে ৬ টাকা পিস
( দাম প্রতি কেজি অনুসারে )
(অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে)
সবজি ব্যবসায়ীদের মতে, নতুন বছরের পিকনিকের রেশ কেটে গেলে এই বাজারদরে অনেকাংশে পতন ঘটবে। জাঁকিয়ে শীত পড়ার সত্ত্বেও, কপির দাম খুব বেশি কমেনি। যদিও বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি ৩০ টাকার কাছে ঘোরাঘুরি করছে। এই উৎসবের মরশুমে ব্যাগ ভর্তি বাজার করতে গেলে বেশ ভালো টাকা খরচ হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম