Soumitra Khan: বছরের শেষলগ্নে বিষ্ণুপুরে সৌমিত্র খাঁয়ের ছবি সহযোগে পড়ল পোস্টার, শুরু শাসক-বিরোধী তরজা

।। প্রথম কলকাতা ।।

Soumitra Khan: কোথাও লেখা ‘টিকিট বিক্রির কান্ডারি সৌমিত্র খাঁকে দূর হটাও’। কোনওটিতে লেখা ‘বিষ্ণুপুরের জনগণ বিরোধী সৌমিত্র নিপাত যাক’। কোথাও আবার সৌমিত্র খাঁয়ের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘১০ বছরের অবসান চাই, সৌমিত্র দালালের বিদায় চাই’। ঠিক এই বাক্য ব্যবহার করেই বিষ্ণুপুর শহরের একাধিক জায়গায় পড়ল পোস্টার। বছরের শেষ লগ্নে যা নতুন করে বিতর্ক তৈরী করেছে। তবে এই পোস্টার কে বা করা লাগিয়েছে তার কোনো উল্লেখ নেই।

দ্যা ওয়ালের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী , বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ খোশমেজাজে বলেন, ”সকালবেলায় বছরের শেষ দিনে চা খাচ্ছি। খুব ভাল লাগছে। যাঁরা এগুলো করছে তাঁদের উদ্দেশে বলি, বিজেপি বাংলায় ৩৫টা সিট পাবে। নিশ্চিন্তে থাকুন। ভারতবর্ষে রামমন্দির তৈরি হচ্ছে। সবাইকে শুভেচ্ছা, ভাল থাকবেন।” অন্যদিকে , রাজ্যের শাসক দলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে, এই পোস্টার তারই প্রমাণ । কোনো কাজ করেনি বিজেপি সাংসদ। তাই হয়ত বিজেপির কর্মীরাই পোস্টারের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে এখন ব্য়স্ত সব রাজনৈতিক দলগুলি। শাসক দল যেমন কুর্সি ধরে রাখতে মরিয়া, তেমনি বিরোধী শিবির শাসকের থেকে চেয়ার কাড়তে উদ্যোগী। দু’পক্ষই ব্য়স্ত লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে। লোকসভা নির্বাচন পাখির চোখ করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version