Kolkata Metro: সপ্তাহ শেষেই ক্রিসমাস, শহরে মানুষের ঢল সামাল দিতে বাড়ানো হবে মেট্রো

।। প্রথম কলকাতা ।।

Kolkata Metro: বড়দিন প্রায় চলে এল, এমনটা বলাই যায়। এবার ধীরে ধীরে ক্রিসমাসকে কেন্দ্র করে সেজে উঠবে কলকাতা শহর। তিলোত্তমার পার্ক স্ট্রিট ,সেন্ট পলস ক্যাথিড্রাল কিংবা বো ব্যারাকসে কাতারে কাতারে মানুষের ভিড় দেখতে পাওয়া যাবে। যদিও শুধুমাত্র রবিবার নয় শনিবার সন্ধ্যা থেকেই শহরের রাস্তায় এই ভিড় নামতে চলেছে। ক্রিসমাসের (Christmas) দিন তাই মেট্রোতে যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে যাবে তা বলাই বাহুল্য। এই কারণে চাপ কমাতে অতিরিক্ত মেট্রোর ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) ।

সাধারণত ১৩০ টি মেট্রো চলে। তবে সেদিন মোট মিলিয়ে ২০৪ চারটি মেট্রো কলকাতা মেট্রো রেল। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে আগামী রবিবার (Sunday) অতিরিক্ত মেট্রো পরিষেবা মিলবে। অতিরিক্ত মেট্রো চলবে নর্থ সাউথ করিডোরে। শুধু বাড়তি মেট্রোর ব্যবস্থায়ই নয় পরিবর্তন আনা হয়েছে মেট্রোর সময়সীমাতে। যেমন কবি সুভাষ থেকে সাধারণত ন’টার সময় প্রথম মেট্রো চলে, কিন্তু ২৫ ডিসেম্বর ৭:৫০ মিনিটেই সকাল সকাল মিলবে কবি সুভাষ থেকে মেট্রো। অন্যদিকে একই রকম ভাবে ওই দিন সকালে দমদম থেকে মেট্রো চলাচল শুরু হবে ৭:৫০ এই।

যেমন তাড়াতাড়ি মেট্রো চলাচল শুরু হবে তেমনি সাধারণ দিনের তুলনায় কিছুটা বেশি সময় পর্যন্ত পরিষেবা মিলবে বড়দিনের। যেমন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো শেষ চলে ৯ টা ২৮ মিনিটে। কিন্তু সেই দিনের জন্য ১০.৩৮ মিনিট পর্যন্ত চলবে। অন্যদিকে আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য শেষ মেট্রো মিলবে ১০:৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যেতে গেলে ১০:৫০ মিনিটেও শেষ মেট্রো পাওয়া যাবে । আবার কবি সুভাষ থেকে দমদম যাওয়ার জন্য ৯:৪০ বদলে ১০:৫০ পর্যন্ত মেট্রো মিলবে। ২৫ ডিসেম্বর সারাদিন মাত্র ৮ মিনিটের ব্যবধানে একাধিক মেট্রো পরিষেবা পেয়ে যাবেন যাত্রীরা । অর্থাৎ ক্রিসমাসের দিন যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা আরও সহজ করে তোলার উদ্দেশ্যে সামিল হবে শহরের লাইফ লাইন মেট্রোরেল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version