TMC Meeting At Nazrul Mancha : বছরের শুরুতেই বিরাট কর্মীসভা, নজরুল মঞ্চে মমতা-অভিষেক

।। প্রথম কলকাতা ।।

TMC Meeting At Nazrul Mancha : বছরের একেবারে শুরুতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মেগা সভার আয়োজন করা হল নজরুল মঞ্চে (Nazrul Mancha)। সোমবার সেই সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের (TMC) সর্বস্তরের কর্মী সমর্থকরা। এছাড়াও সভায় উপস্থিত থাকবেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । একই মঞ্চে দেখতে পাওয়া যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee)। পাশাপাশি দলের অন্যান্য নেতা মন্ত্রীসহ জেলা ব্লক সভাপতি থেকে শুরু করে সকলকেই এই সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে।

গতকাল বছরের একেবারে প্রথম দিনে তৃণমূল কংগ্রেস তার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে গতকাল তৃণমূলের নতুন ভবনের ভূমিপুজো পর্যন্ত সেরে ফেলেন অভিষেক। তিনি জানান , আজকের মিটিংয়ে (Meeting) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে দলীয় কর্মীদের দিকনির্দেশ দেবেন । দলের সর্বস্তরের প্রায় সাড়ে তিন হাজার মানুষ সোমবার নজরুল মঞ্চে উপস্থিত হবেন , এমনটাই জানা গিয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের কাজকর্মের রিপোর্ট উঠে আসতে পারে আজকের কর্মীসভায়। এছাড়াও জেলার সংগঠনকে আরও মজবুত করার জন্য শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোন বার্তা এই বৈঠকে দেওয়া হতে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল। আজতক বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী , জনসংযোগ বৃদ্ধি থেকে শুরু করে রাজ্য সরকারের মস্তিষ্কপ্রসূত সামাজিক প্রকল্পগুলি যাতে জনসাধারণের মধ্যে আরও ভালোভাবে ছড়িয়ে যেতে পারে, সেই সংক্রান্ত বিষয়ে আজ আলোচনা করা হতে পারে। যদিও বছরের এই প্রথম দলীয় বৈঠককে ঘিরে যথেষ্ট উৎসাহ রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version