Bhangar: নতুন বছরের শুরুতেই কলকাতা পুলিশের আওতায় ভাঙড়ের ৪ থানা, ফোর্স ঢুকবে কবে থেকে ?

।। প্রথম কলকাতা ।।

Bhangar: নতুন বছরের শুরুতেই কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে ভাঙড়ের চারটি থানা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার । এমনকী এটা করতে আইন পাশ করে গেজেট প্রকাশ করা হয়েছিল। অবশেষে নতুন বছরে ভাঙড়ের চারটি থানা আসতে চলেছে কলকাতা পুলিশের আওতায়। সূত্রের খবর বছরের শুরুতেই অর্থাৎ ২ জানুয়ারি ভাঙড়ের চারটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে। ২ জানুয়ারি ভাঙড়ের দায়িত্ব নেবে লালবাজার। ওই চারটি থানা হল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট এবং চন্দনেশ্বর। এর মধ্যে দু’টি নতুন থানা হল পোলেরহাট এবং চন্দনেশ্বর।

খবর মিলেছে, আজই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই চারটে থানার পরিদর্শনে আসবেন। ১ লা জানুয়ারি থেকে ফোর্স ঢুকবে থানাগুলিতে। সূত্রের খবর, শনিবার রাতেই ভাঙড়ের চারটি থানায় পুলিশের লাঠি, হেলমেট, ওয়াকিটকি-সহ যাবতীয় সরঞ্জাম চলে আসে। সূত্র বলছে, ২১ জুলাই সমাবেশের পর আলিপুর বডিগার্ড লাইন্সে পুলিশের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ভাঙড় অধিগ্রহণের নির্দেশ দেন। সেই মোতাবেক কাজ শুরু হয়।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোট সাক্ষী থেকেছে ভাঙড় এলাকায় তীব্র অশান্তি। বরাবরই ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে পড়ে। নির্বাচন এলে এই অশান্তি দ্বিগুন আকার নেয়। আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক হিংসায় জর্জরিত ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট করানো। দেখা গিয়েছিল, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে রাজনৈতিক হিংসা দেখা দিয়েছিল। সেই কারণেই চারটে থানা’কে কলকাতা পুলিশের আওতায় আনা হচ্ছে। ভাঙড় ডিভিশন বলে আরেকটি ডিভিশন তৈরি করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version