Asansol Station: আধুনিক ধাঁচে গড়ে উঠবে আসানসোল স্টেশন, সুবিধা বিমানবন্দরের মতো

।। প্রথম কলকাতা ।।

Asansol Station: বিশ্বের যত বিমানবন্দর রয়েছে সেগুলিতে উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয় যাত্রীদের। সেই রকম উচ্চমানের পরিষেবা এবং পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে আসানসোল স্টেশনে (Asansol Station)। না, বিমানবন্দর নয় বরং আসানসোল স্টেশনকেই সাজিয়ে তোলা হবে বিমানবন্দরের (Airport) ধাঁচে। এই পরিকল্পনাকে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। আর তারপর থেকেই আসানসোল স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজের জন্য চলছে পরিকল্পনা।

সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় রেলের (Indian Railway) তরফ থেকে আসানসোল স্টেশনকে নতুন ভাবে গড়ে তোলার জন্য অনুমোদন করা হয়েছে ৪৯৬ কোটি টাকা। এই কাজ শুরু করার জন্য খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলেও জানা গিয়েছে। নতুন এবং উন্নতমানের আসানসোল স্টেশনে থাকবে বিভিন্ন আধুনিক ব্যবস্থা। একদিকে যেমন স্টেশনের রূপ পরিবর্তন হবে, তেমনি পরিবর্তন হবে বিভিন্ন নকশা এবং প্রযুক্তির। মধ্যেই রেলবোর্ডের কাছে আসানসোল স্টেশনে কী কী পরিবর্তন করা হবে তার তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০২৬ অর্থ বর্ষের মধ্যেই আসানসোল রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ সেরে ফেলতে হবে। এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। পূর্ব রেলের আসানসোল ছাড়াও রাজ্যের আরও তিনটি রেল স্টেশনে এই আধুনিকীকরণের কাজ চলবে। সেগুলি হল কলকাতা, হাওড়া এবং ব্যান্ডেল। এই তিনটি স্টেশনই ভীষণভাবে ব্যস্ত থাকে ২৪ ঘন্টা। কাজেই স্টেশন গুলির বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও নতুন রূপ পেতে চলেছে পূর্ব রেলেরই বিহারের ভাগলপুর ও ঝাড়খণ্ডের জেসিডি স্টেশন।

জানা গিয়েছে, উল্লেখিত স্টেশন গুলির বেশিরভাগ জায়গাই হতে চলেছে এয়ারকন্ডিশন। স্টেশন ঢোকার এবং বেরোনোর জন্য অত্যাধুনিক রাস্তা থাকবে। এছাড়াও থাকবে ক্যাফেটেরিয়া, এটিএম এবং মেডিকেল স্টোরের ব্যবস্থা। থাকতে পারে শপিং মল। পার্কিংয়ের জায়গাকেও আর উন্নত করে তোলার পরিকল্পনা রয়েছে। পাঁচটি আলাদা আর্কিটেকচার সংস্থা স্টেশন গুলিকে নতুন রূপ দেওয়ার জন্য কাজ করছে। কলকাতা স্টেশন বাদে অন্যান্য স্টেশন গুলির কাজ খাতায়-কলমে দ্রুত শেষ হবে বলেই মনে করা হচ্ছে। আর তারপর সেইগুলি অনুমোদনের জন্য রেল বোর্ডের কাছে পাঠানো হবে। রেল বোর্ডের তরফ থেকে অনুমোদন আসার পর টেন্ডার ডাকা হবে। পরবর্তীতে বিভিন্ন স্টেশনের জন্য বরাদ্দ খরচ দেওয়া হবে। এমনটাই জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version