2024 Loksabha Election: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, মহিলা ভোট’কে টার্গেট করতে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস

।। প্রথম কলকাতা ।।

2024 Loksabha Election: আগামী বছরের প্রথমেই লোকসভা নির্বাচন (Loksabha Vote)। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যান্য লক্ষ্যের সাথে লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের অন্যতম টার্গেট মহিলা ভোট। তাই তৃণমূল কংগ্রেস এবার মহিলাদের নিয়ে ঘোষণা করল একাধিক কর্মসূচি। মহিলা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচির। এই কর্মসূচি চলবে আগামী ২২ তারিখ থেকে ৪৫ দিন। আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মূলত বিজেপি বিরোধিতায় চলবে প্রচার।

তৃণমূলের পোক্ত দখল রয়েছে বাংলার মহিলা ভোটব্যাঙ্কের একটি বড় অংশের উপর। চন্দ্রিমা ভট্টাচার্য্যারা মরিয়া চেষ্টা চালাচ্ছে সেই দখল ধরে রাখতে। সম্প্রতি দলের মহিলা সংগঠন ঢেলে সাজানো হয়েছে। নতুন মুখ হিসাবে ছয় জেলায় জেলা সভানেত্রী পরিবর্তন হয়েছে। তৃণমূল শিবির লোকসভা নির্বাচনের ময়দানকেই পাখির চোখ করে এগোচ্ছে।

উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে শাসক-বিরোধী সব পক্ষই বাড়তি নজর দিচ্ছে মহিলা ভোটব্যাঙ্কে। লোকসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে পদ্ম শিবির বাংলার থেকেও ১৪টি আসনে মহিলা প্রার্থী দিতে চাইছে।এই নিয়ে ইতিমধ্যেই বিজেপির মহিলা মোর্চার সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের। অন্যদিকে ঘাসফুল শিবিরও মরিয়া চেষ্টা চালাচ্ছে মহিলা ভোটব্যাঙ্কে যাতে বিজেপি বা অন্য কোনও দল ভাগ বসাতে না পারে।

মূলত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচারের মূল লক্ষ্য কী থাকবে ?

১) সাধারণ গ্যাস সিলিন্ডার নিয়ে নাভিশ্বাস উঠছে মহিলাদের সেটি তুলে ধরা
২) মহিলা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার। মহিলাদের সম্মান দেয় না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় দেন। সেই কারণে তিনি রিজার্ভেশনও করেছেন।
৩) প্রতিটা ব্লকে ছোট ছোট মিছিল করার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। নাম ‘চলো পাল্টাই’ মিছিল।
৪) মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছু করেনি বিজেপি সরকার, সেটি জন্মসমক্ষে তুলে ধরা

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনকে টার্গেট করে এবার রান্নাঘরকে ‘হাতিয়ার’ করছে তৃণমূল কংগ্রেস। দলের অনুকুলে টানতে রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলাকে সঙ্গবদ্ধ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। সেকারণেই মহিলাদের নিয়ে পাড়া বৈঠকের এই কর্মসূচির আয়োজন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version