।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: ‘রাম মন্দিরের উদ্বোধনে কি আপনি যাচ্ছেন?’ সাংবাদিকদের মুখে এই নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড এ সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। উত্তর ২৪ পরগনার চাকলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী , হেলিপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘দিদি রাম মন্দিরে যাবেন?’। প্রশ্ন শুনেই সপাটে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানিই না।’
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি রয়েছে রাম মন্দিরের উদ্বোধন। সূত্রের খবর, মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের কোনও প্রতিনিধিও যোগ দেবেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরকে সামনে রেখে ফায়দা তুলতে চাইছে বিজেপি। আর সেই কারণেই এই অনুষ্ঠানে শামিল হতে চাইছে না ঘাসফুল শিবির। চব্বিশের নির্বাচনের আগে, রাম মন্দিরের উদ্বোধন রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। খবর মিলেছে, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো বিরোধী নেতাদেরও। কার কার কাছে গেল রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র আর কারাই বা হাজির থাকার ব্যাপারে সম্মতি জানালেন তা নিয়ে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে।
এই মুহূর্তে কেন্দ্র-রাজ্য বকেয়া বিরোধ নিয়ে ঘাসফুল ও পদ্মফুলের সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। সবসময়ই প্রকট রাজ্যে শাসক-বিরোধীরা দ্বন্দ্ব । এই পরিস্থিতিতে রাম মন্দির উদ্বোধনে তিনি যাবেন কিনা সেই নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তেলেবেগুনে জ্বলে উঠতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে উত্তর ২৪ পরগনার চাকলায় পুজো দিয়ে একতার বার্তা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এমনকি মুখ্যমন্ত্রী তালিকা তুলে ধরেন, রাম মন্দির উদ্বোধনের আবহে বাংলায় তীর্থস্থানগুলির উন্নতির জন্য রাজ্য সরকার কী কী করেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম