Chiranjeevi in Kolkata: কোন কোন দক্ষিণী সুপারহিট ছবির শুটিং কলকাতায়? তিলোত্তমার টানে চিরঞ্জীবী, তমন্না

।। প্রথম কলকাতা ।।

Chiranjeevi in Kolkata: দক্ষিণ ভারতের সৌন্দর্য নয় কলকাতার হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বরের প্রেমে মজে তামিল, তেলেগু ছবির পরিচালকরা। রজনীকান্ত থেকে চিরঞ্জীবী, রামচরণ কল্লোলিনী তিলোত্তমা তিল তিল করেই দক্ষিণী ছবির দর্শকদের মনে ধরছে তাতে সন্দেহ নেই। তাই তো সিটি অফ জয়-র প্রেমে মজে গিয়েছেন নামীদামী পরিচালকেরা। কখনও গঙ্গার ফুরফুরে হাওয়া খাচ্ছেন রামচরণ‌ ও জুনিয়র এনটিআর। আবার কখনও ভিক্টোরিয়ার সামনে ট্যাক্সি চালকের পোশাক পরে হেঁটে চলেছেন চিরঞ্জিবী। কোন কোন দক্ষিণী সুপারহিট ছবির শ্যুটিং হয়েছে কলকাতায় ? তিলোত্তমার বুকে শেষ দক্ষিণী ছবিটি কী ? লন্ডন, প্যারিস নয় বা দক্ষিণের কোনও মনোরম জায়গা বা শুটিং সেট নয়। কীসের টানে কলকাতার দিকে পা বাড়াচ্ছেন দক্ষিণী ছবির পরিচালকরা?

বাংলায় বুক বাজিয়ে কলকাতা থেকে জেলায় হইহই করে ব্যবসা করছে দক্ষিণী ছবি। বাহুবলী থেকে ট্রিপল আর হলের বাইরে লম্বা লাইন। এমনকী সিনে প্রেমীরা বলছেন দক্ষিণী ছবি পোন্নিয়ান সেলভান-২ দাপটে নড়বড় করছে একেনবাবু বা জিতের চেঙ্গিজ। বক্স অফিসের অঙ্ক ৫০০ কোটি ছাপিয়ে গিয়েছে বাংলার মন যে দক্ষিণী ছবির দিকেই। জোরগতিতে এগোচ্ছে তা এতেই প্রমাণিত। হাওড়ার ছোটে লাল ঘাট কলকাতায় শুটিংয়ের অন্যতম সেরা লোকেশন। গত বছরের মার্চের দুপুরে এই ঘাটেই ভীড় থিকথিক করছিল। আর সেটাই তো স্বাভাবিক। খাঁটি গঙ্গার হাওয়ায় মজে সিনেমার প্রচার করতে কলকাতায় পা রেখেছিল আরআরআর টিম। জুনিয়র এনটিআর বলেছিলেন কলকাতা মানেই তাঁর কাছে খাওয়া-দাওয়া আর ছোটে লাল ঘাটে দাঁড়িয়ে নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন রামচরণ। কারণ তারও কয়েক বছর আগে এই ঘাটেই তিনি দক্ষিণী ছবি নায়ক-এর শ্যুট করে গিয়েছিলেন। যেটির বক্সঅফিস কালেকশন ছিল মারাত্মক।

দক্ষিণী সুপারস্টার থালাইভা রজনীকান্ত বেশ কয়েকবার কলকাতায় এসেছেন। বেলুড়মঠেও গিয়েছেন কলকাতায় রজনীকান্তের শ্যুট করা শেষ ছবি অন্নাথে যার ক্লাইম্যাক্স শ্যুটিং-র জন্য তিলোত্তমায় এসেছিলেন থালাইভা। গঙ্গার ধার, হাওড়া ব্রিজ ও উত্তর কলকাতার বেশ কয়েকটি জায়গায় শ্যুটিং হয়। যার বক্স অফিস কালেকশন ছিল ২৫০ কোটিরও বেশি। দক্ষিণী ছবির দর্শকদের হার্টথ্রব বলা যেতে পারে থালাপতি বিজয়কে তার ছবি সরকারেও কলকাতায় ঝলক রয়েছে। এই ছবিটির বক্স অফিস কালেকশন ছিল ২৫৩ কোটি টাকা। সাই পল্লবী পারি পারি লেছে মানাসুর ছবির জন্য বেলগাছিয়া আর কলেজ স্ট্রিটে শ্যুটিং করেছিলেন।

এবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ট্যক্সি চালকের বেশে দেখা গেল দক্ষিণী তারকা চিরঞ্জিবীকে। তেলুগু সুপারস্টারের দাপটে সরগরম কলকাতা। কলকাতায় ভোলা শঙ্কর ছবির শ্যুটিং সারতে হাজির কলকাতায় চিরঞ্জিবী। ১০ মে পর্যন্ত চলবে শ্যুটিং। চিরঞ্জিবীর সঙ্গে শ্যুটিং করছেন তমান্না ভাটিয়া। এই ছবিতে চিরঞ্জিবীর চরিত্রটি একজন প্রাক্তন গ্যাংস্টারের। যিনি এখন ট্যাক্সি চালান। কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সির সামনে চিরঞ্জীবীকে দেখে রীতিমত হতবাক পথচলতি মানুষ এরপর হাওড়া ফুল বাজারেও হবে শ্যুটিং।

এছাড়াও বিবিডি বাগ, ডালহৌসি চত্বরেও শ্যুটিং হবে বলে শোনা যাচ্ছে। কালীঘাট-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অভিনয় করবেন চিরঞ্জীবী এবং তমান্না। এখন দক্ষিণী রুপোলি পর্দায় ফের মহানগরের ঐতিহ্য দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version