Anupam Hazra : কড়া বার্তার পরেও ফের ফেসবুকে ঝাঁঝালো পোস্ট অনুপম হাজরার, নিশানায় কে ?

।। প্রথম কলকাতা।।

Anupam Hazra : বঙ্গ রাজনীতিতে এখন চর্চিত নাম অনুপম হাজরা। রাজনৈতিক বিতর্কের মধ্যেই তাঁর নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত কয়েক মাসে অনুপম হাজরাকে নিয়ে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। বিশ্বভারতীর ফলক বিতর্ক চলাকালীন তিনি শান্তিনিকেতনে গিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। এছাড়াও বিজেপির একাধিক রাজ্য নেতৃত্বকে নিয়ে কথা বলা যেন এই মুহূর্তে তার কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বভাবতই দল নিয়ে অনুপমের একাধিক মন্তব্য বিড়ম্বনা বাড়িয়েছে দলের অন্দরেই। বিতর্ক থাকলেও তিনি দমে থাকার পাত্র নন , তা ফের একবার বুঝিয়ে দিলেন ..তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, “নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে, আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা?”

শুধু তাই নয় পোস্টার ক্যাপশনে তিনি লিখেছেন, “এখন কেউ কেউ আদিখ্যেতা করে বলবেন ‘সোশ্যাল মিডিয়াতে কেন লিখছেন?’, কারণ, পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই। কারণ, রাজ্য বিজেপির কোনও মিটিংয়ে তো ডাকা হয় না, বা বার বার বলা সত্ত্বেও সেটা শোনা হয় না।”

রাজনৈতিক মহলের মতে, অনুপম হাজরা মুখে যাই বলুন না কেন, আসলে দলের একাংশকেই এই বিজেপি নেতা প্রশ্নবাণে বিঁধতে চেয়েছেন তা বেশ পরিষ্কার। উল্লেখ্য, সোমবার সাঁইথিয়াতে শুভেন্দু অধিকারীর একটি সভা রয়েছে। এরকম এক পরিস্থিতিতে পোস্টার পড়েছে জেলা বিজেপি নেতা ধ্রুব সাহার বিরুদ্ধে। সেখানে লেখা হয়েছে, ধ্রুব সাহা দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে কেন তদন্ত হবে না? একেবারে ED – CBI তদন্তের দাবি জানিয়ে সাঁইথিয়ায় পড়ল পোস্টার। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী এই কারণেই অনুপম হাজরার এই পোস্ট ? প্রশ্ন উঠলেও উত্তর অধরা।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version