Anupam Hazra: অমর্ত্য সেনের জমি বিবাদ নিষ্পত্তির আর্জি, সমাধানে উপাচার্যের সঙ্গে বৈঠক করলেন অনুপম হাজরা

।। প্রথম কলকাতা।।

Anupam Hazra: অমর্ত্য সেনের জমি বিবাদ নিয়ে সমস্যার সমাধান করার জন্য বিশ্বভারতীর উপাচার্যকে অনুরোধ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করে আর্জি জানালেন তিনি। উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) জমি দখলকারী’ বলে বেনজির আক্রমণ করেছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বছর ৮ নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। নতুন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক । নতুন উপাচার্যের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করলেন অনুপম হাজরা ।

বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম হাজরা বলেন, “অমর্ত্য সেনের অল্প একটু জমি নিয়ে বিদ্যুৎ চক্রবর্তী যা করলেন, সেটা যাতে দ্রুত মিটিয়ে নেওয়া যায় সেই আর্জিও জানালাম ৷ কারণ অমর্ত্য সেন বিশ্বভারতীর প্রাক্তনী ৷ আমিও বিশ্বভারতীর প্রাক্তনী । তাই আমি আবেদন করলাম, যাতে জমির বিষয়টির নিষ্পত্তি হয় ৷” বিশ্বভারতীর ঐতিহ্য পৌষ মেলা যাতে হয় সেই নিয়েও অনুরোধ করা হয় পাশাপাশি যাতে বসন্ত উৎসব হয় সে নিয়ে অনুরোধ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তিন বছর ধরে বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষমেলা । পুনরায় যাতে আগের মতো মেলা করা যায়, সেই নিয়েই ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে আলোচনা হয় এদিন ৷ অনুপম হাজরা বলেন, এই বিষয়ে আমারও সহযোগিতা চাইলেন উনি (পড়ুন উপাচার্য )৷ আমি মেলা করার জন্য যা যা সহযোগিতা প্রয়োজন তা কেন্দ্র থেকে করার চেষ্টা করব।

তবে হঠাৎ কেন অমর্ত্য সেনের পাশে দাঁড়ালো বিজেপি তাহলে কি লোকসভা ভোটের কথা মাথায় রেখে অমত্ব বন্দনা বিজেপির? উঠতে শুরু করেছে এই প্রশ্নটাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version