Vande Bharat Express: বাংলার মাটিতে আরও এক নতুন বন্দে ভারত, কবে থেকে যাত্রা শুরু ?

।। প্রথম কলকাতা ।।

Vande Bharat Express: ২০২৩ শুরু হওয়ার আগেই ২০২২ এর ডিসেম্বরের ৩০ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারতে এক্সপ্রেস চালু হয়। তবে বাংলার প্রথম এই সেমি হাই স্পিড ট্রেন নিয়ে ঘটনার ঘনঘটার শেষ নেই। একের পর এক কারণে বারবার সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এইরকম পরিস্থিতিতে আবারও বঙ্গবাসীর জন্য এল সুখবর। রাজ্যে আরও একটি সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস তার পথ চলা শুরু করতে পারে আগামী ফেব্রুয়ারি মাসে। রেল সূত্রে, এমনটাই প্রাথমিক খবর পাওয়া গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এবার হাওড়া থেকে পুরী রুটে (Howrah To Puri Route) চলাচল করবে এই বন্দে ভারত এক্সপ্রেস। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যেখানে বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি করা হয় সেখান থেকে কোচ তৈরি করে এনে ট্রায়াল করা হবে। আর তারপর সমস্ত দিক যদি ঠিক থাকে তাহলেই ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে হাওড়া থেকে পুরী যাতায়াত করা যাবে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে। রেল সূত্রে পাওয়া খবর অনুসারে, বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা শুরু হয়েছিল।

আলোচনা চলছিল হাওড়া থেকে রাঁচি রুট এবং হাওড়া থেকে পুরী রুট নিয়ে। সবশেষে হাওড়া থেকে পুরী পর্যন্ত বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এমনটাও জানা গিয়েছে রেল সূত্র মারফত। অন্যদিকে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারতে এক্সপ্রেস চালু করার পর বার বার সেটি জনক্ষোভের মুখে পড়েছে। চলতি ট্রেনের উপর পাথর বৃষ্টি হয়েছে। এই ঘটনা একবার নয় ঘটেছে বেশ কয়েকবার। যা বন্দে ভারতের যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এই সবকিছুকে দূরে সরিয়ে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের খবর স্বাভাবিকভাবেই বঙ্গবাসীকে আনন্দ দেবে বলেই মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version